Tuesday, June 17, 2008

# শব্দের খোঁয়াড় (অণুকবিতাগুচ্ছ)...০৩








শব্দের খোঁয়াড় (অণুকবিতাগুচ্ছ)...০৩

-রণদীপম বসু

(২১)
মানুষ গালি দেয় মানুষকেই,
আমাকে আমি ;
ভাষার শ্রেষ্ঠত্ব খুঁজে পশুরা ভাষাহীন।

(২২)
মানুষের নিকৃষ্ট ট্রেজেডি তার চাপানো পোশাক ;
শিশুরা ভাগ্যবান, যা দীর্ঘস্থায়ী নয়।

(২৩)
মানুষকে পশু বলায় বন্ধুরা ক্ষুব্ধ হন বলে
পশুকেই মানুষ বলে ডেকে আশ্বস্ত হই ;
ভাগ্যিস পশুদের নিজস্ব নাম নেই।

(২৪)
বৈরী আবহে ডুবেও যে যতো সুবোধ সুশীল
তারা কি নির্বোধ, না ধাড়ি শয়তান ?
বাদামের খোসাটাই ভেজালবিহীন।

(২৫)
মানুষের উচ্চতা নিজ হাতে সাড়ে তিন
দৃষ্টির অনুপাতে স্থিত হয় ঘিলুর আকার,
লিঙ্গের উল্টানুপাতে বাড়ে কমে ভাবনার ব্যাসার্ধ
আর গণিতের উৎপাতে অপদস্ত আবেগের ঘর।

(২৬)
সুখগুলো জ্যোৎস্নায় শিশিরে পালকে জলে
বুনো সবুজে,
দুঃখগুলো কিলবিল মগজের কোষে।

(২৭)
নাই বললেই হয়ে যায় সব,
হাতড়ে হাতড়ে দেখি খাঁ খাঁ রব।

(২৮)
চায়ের কাপটা যদি হয়ে যেতো ‘সে’,
বেঁচে যেতো জীবনের অনিবার্য চায়ের খরচ।

(২৯)
মানষের হাত সর্বত্রগামী ; শুধু
পারে না করে নিতে প্যাণ্টের পকেট বদল।

(৩০)
একটা ছেড়ে অন্যটাতে, করি যতো রাস্তা বদল,
রাস্তা কি বদলায় ?
আমরাই বদলে যাই কেবল।
(১৬/০৬/২০০৮)

No comments: