‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Sunday, November 16, 2008
[এবার যাওয়া যাক অন্য ঘরে... !]
[এবার যাওয়া যাক অন্য ঘরে... !]
রণদীপম বসু
এতো হাবিজাবি ! মহার্ঘ সঞ্চয় ভেবে ভরে গেছে ঘর !
অর্থ আর অনর্থের ভারে জমিয়েছি যা, রয়ে গেলো ‘কৃতকর্মের’ দায়।
হয়েছে কি নাড়াচাড়া ? পাশের দরজাটা থাক্ না খোলা !
এবার না হয় যাওয়া যাক্ অন্য ঘরে !!!
[h-o-r-o-p-p-a-হ-র-প্পা]
[Horoppa-ex:‘উত্তর-হরপ্পা’]
...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment