‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Wednesday, December 10, 2008
@ পতাকার বিনিময়ে রক্ত তো চায় না এরা !
পতাকার বিনিময়ে রক্ত তো চায় না এরা !
রণদীপম বসু
এই খেটে খাওয়া মানুষরা দেশ বিক্রি করা জানে না। বিজয় দিবস এলেই রাস্তায় ঘুরে ঘুরে আপনার-আমার হাতে লাল-সবুজে মাখানো এই প্রাণের পতাকাটি তুলে দিতে চায়। এতে যদি ক্ষুন্নিবৃত্তির দায়টাও নিবারণ হয় !
রক্ত তো আর চায় নি ! একটা পতাকার বিনিময়ে সামান্য ক'টা টাকাই চায় !
আসুন না, ভালোবেসে একটা পতাকা নিই !
[ছবিটি ০৭-১২-২০০৮ তারিখে মিরপুর পোস্ট অফিসের সামনে ২মে:পি: মোবাইল-ক্যামেরায় তোলা]
[somewherein]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment