Tuesday, December 15, 2009

| দুই-মেগাপিক্সেল…| শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্র – ০৩ |


 
| দুই-মেগাপিক্সেল…| শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্র – ০৩ |
-রণদীপম বসু


# শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে চিরশায়িত শহীদদের সমাধি

আবারো পুনরুক্তি করি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (Intellectual Martyrs Monument) এলাকার সমাধিক্ষেত্রে চিরশায়িত শহীদদের সমাধিফলকগুলোতে যেভাবে যে তথ্য দেয়া রয়েছে, ঠিক তার ভিত্তিতেই ছবির বর্ণনা বা ক্যাপশানগুলো তৈরি করা হয়েছে। নিজ থেকে কোন তথ্য জুড়ে দেয়ার যে-কোন প্রচেষ্টাই বর্জন করা হয়েছে। ছবিতে ক্লিক করে বড় করে দেখলেই তথ্য মিলিয়ে নেয়া যাবে। কোন কোন সমাধি ফলক তথ্য-অস্পষ্টতায় আক্রান্ত হওয়ায় পুরো তথ্য উদ্ধৃত করা যায় নি। আবার কোন কোন সমাধির কোন ফলকই চোখে পড়েনি। ফলে কোন্ শহীদরা সেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন, আমার জানার আপাত কোন সুযোগ হয়নি। আর একটু দৃষ্টিপাত করলে মনে হবে সমাধিফলকগুলোতে বাংলা বানানরীতির দিকে খেয়াল রাখা হয়নি হয়তো।
২৮.
বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট, সাবেক জিএস ঢাকা মেডিকেল কলেজ, ডাঃ শেখ হায়দার আলী-এর সমাধি।
জন্ম- ০৭ জুলাই ১৯৪০, মৃত্যু- ১২ অক্টোবর ১৯৯৫।
.

২৯.
শহীদ বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল-এর সমাধি।
জন্ম- ০৪ জুন ১৯৫১ ভোলা, মৃত্যু- ১১ অক্টোবর ১৯৯৬ ঢাকা।
পিতা- মরহুম সোলায়মান মোল্লা।
ঠিকানা- মোল্লাবাড়ী, কালিনাথ রায়ের বাজার, ভোলা।
.

৩০.
মরহুম শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা, ভাষা ও শব্দ সৈনিক, পরিচালক শিল্পকলা একাডেমী- এর সমাধি।
জন্ম- ৩১ ডিসেম্বর ১৯৪৯, খাসের হাট, জয়নগর, ভোলা।
মৃত্যু- ১৩ ডিসেম্বর ১৯৯৭।
.

৩১.
মরহুম মোঃ ইসহাক হাওলাদার-এর সমাধি।
১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে শহীদ আনোয়ারার স্বামী।
মৃত্যু- ১১ মার্চ ১৯৯৭।
৫১৯/১ পশ্চিম নাখালপাড়া, গলি নং-১০, তেজগাঁও, ঢাকা।
.

৩২.
মরহুম আলী আকসাদ-এর সমাধি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিস্ট নেতা ও সাংবাদিক, সভাপতি বাংলাদেশ শান্তি পরিষদ, সহ-সভাপতি বিশ্ব শান্তি পরিষদ।
জন্ম- ০১ মে ১৯৩২, মৃত্যু- ০৬ মার্চ ২০০৯।
ঠিকানা- ৬/৪ হুমায়ুন রোড, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
.

৩৩.
বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিল্পমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খান-এর সমাধি।
জন্ম- ১৯২৫ ইং, মৃত্যু- ০৯ এপ্রিল ২০০৭ ইং।
পিতা- মৃত আবি আব্দুল্লাহ খান।
গ্রাম ও পোস্ট- কাউনিয়া (কাউনিয়া মিয়া বাড়ী), থানা- বেতাগী, জেলা- বরগুনা।
.

৩৪.
বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী (সিরাজ)-এর সমাধি।
জন্ম- ১৫ মার্চ ১৯৫৩, মৃত্যু- ০৩ জানুয়ারি ২০০২।
শরীয়তপুর।
.

৩৫.
মরহুম নূরুল কাদের খান (ওরফে ঝিলু)-এর সমাধি।
খানবাড়ী, ময়মনসিংহ।
জন্ম- ০২ ডিসেম্বর ১৯৩৩ ইং, মৃত্যু- ১৩ সেপ্টেম্বর ১৯৯৮ ইং।
.

৩৬.
মরহুম আনিসুর রহমান খান-এর সমাধি।
মৃত্যু- ০৩ জুন ১৯৯৪ ইং।
পিতা- মরহুম আব্দুল ফজল খান।
সি-৫৯৭ মালিবাগ চৌধুরী পাড়া, ঢাকা-১২১৯।
.

৩৭-৩৯.
নাম-ফলকহীন সমাধি।
এখানে কোন্ কোন্ শহীদ চিরনিদ্রায় শায়িত আছেন, আপাতত জানার কোন সুযোগ হয়নি।
.
.
.
.
এই দেশ, মাটি ও মানুষের প্রতি এই শহীদদের অবদান তাঁদেরকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রিয় পাঠক আসুন কবি নির্মলেন্দু গুণের এই কবিতাটা পাঠ করি।

No comments: