Sunday, April 18, 2010

| বোশেখ এলে |


| বোশেখ এলে |
-রণদীপম বসু

আচ্ছা লাবু, বোশেখ নাকি গ্রামেই মজা ?
ইচ্ছেখুশি বেরিয়ে পড়া, যেদিকে চাই ছুটতে পারা
ডানে বামে কিংবা সোজা ?
সূর্যটা খুব গনগনিয়ে দুপুর যখন আগুন জ্বালে
সবাই নাকি ঝাঁপিয়ে পড়ে ঝিল পুকুরের ঠাণ্ডা জলে,
কোথাও থাকে ছোট্ট নদী, কেউ বা ডুবায় শান্ত খালে ?

আচ্ছা লাবু, তুমি কি ভাই সাঁতার জানো ?
শাপলা শালুক তুলতে জানো ? খেতে কেমোন ওইগুলো সব ?
গাছ-গাছালির ফাঁকে ফাঁকে সারাদিনই শুনতে কি পাও
হরেক রকম পাখ-পাখালির কিচির-মিচির শিস-কলরব ?

চিড়িয়াখানায় গেলে পরে আমরাও সব দেখতে পারি-
ছোট বড় কত্তো পাখি !
এসব তোমার গ্রামে আছে ?
নানান রকম পাখির গায়ে কত্তো রকম আঁকাআঁকি !
কিন্তু জানো, এইগুলো সব আটকে রাখা বড়ো বড়ো খাঁচার তারে !
তোমাদের ওই পাখিরা কি চাইলে উড়াল দিতে পারে ?

আচ্ছা লাবু, বোশেখ এলে গ্রামে নাকি সারাটা মাস মেলা বসে ?
নানান রঙের খেলনা ওঠে, পুতুল ওঠে বেলুন ওঠে ?
হাওয়াই মিঠাই সন্দেশ আর
থরে থরে সাজিয়ে রাখা পিঠেগুলো ভর্তি রসে ?

পাতার বাঁশি ঝুনঝুনি বল
মুড়কি মোয়া টসটসে ফল
ড্যাবড্যাবিয়ে রাঙায় চোখ
হাতি ঘোড়া বাঘ ভাল্লুক !
জানো, নাগরদোলার চেয়েও মজা কত্তো রকম রাইড রয়েছে
আমাদের এই শিশুপার্কে !
কিন্তু ভীষণ পচা লাগে, অ-নে-ক সময় লাইন ধরিয়ে পরে কিনা
একটুখানি চড়িয়ে যখন বলে ওঠে- নেমে এসো, আর কে আছো আর কে ?

আচ্ছা লাবু, বোশেখ এলে তোমরাও খাও পান্তা-ইলিশ ?
নৌকা চড়ো ? এখানে এই রমনা লেকে সেদিন কতো ভিড় জমে যায়, ইশশ্ !

আচ্ছা লাবু, বিষ্টি এলে তোমরা কি ভাই ইচ্ছেখুশি ভিজতে পারো ?
গ্রামে নাকি উঠোন থাকে ? কাদায়-জলে গড়াগড়ি করতে পারো ?
সর্দি কাশি হয়না তোমার ?
মামণি কি দেয়না বকা- দুষ্টু পাজি, ভিজবি আবার ?

আমার জানো, বেলকনির ওই গ্রিল পেরিয়ে বিষ্টি-ছিটা পড়লে গায়
ইচ্ছে করে- দেই না উড়াল চোখ বুজে !
আহা যদি চড়ুই হতাম, কী মজাই না হতো খুব !
তখন, পেতো আমায় কে খুঁজে !
(১১-০৪-২০১০)

No comments: