‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Thursday, March 20, 2008
# প্রথম আকাশ-০৪ (কবিতাগুচ্ছ)
প্রথম আকাশ-০৪ (কবিতাগুচ্ছ)
- রণদীপম বসু
জলের সংসার
ডুবতে জানলেও
ডুব দিতে জানেনা সবাই।
যে জানে সে জানে-
ডুব দেয়ার সুলুক সন্ধানে ভেসে
কীভাবে পাততে হয় জলের সংসার।
মাছেদের নিজস্ব পৃথিবী জুড়ে জমে ওঠা
নীরব ভাবনার গায়ে
রঙের বিচ্ছুরণগুলো
কেউ কেউ এঁকে দেয় জলের উচ্ছ্বাসে;
গভীর অতল ছুঁয়ে খুটে নেয়া নুড়ি নুড়ি ফুল
শ্যাওলা-সবুজ চোখে যে কথা বলতে চায়
যে বোঝার সে তো বুঝেই নেয়-
ডুব দিতে জানলে নীরবতাই
সবচেয়ে বেশি কথা হয়।
সবাই ডুব দিতে জানে না,
ডুবনের শুদ্ধ নিয়ম না মেনে ডুব দেয় যে
চোখ কান নাক মুখ চেপে
আবদ্ধ পাথরের মতো
অবশেষে ডুবেই যায়...। #
[Basbhumi]
R_d_B
(১৫/০৭/২০০৭)
বাতিল স্বপ্নগুলো
ময়লার গাড়িটা প্রতিদিন এসে নিয়ে যায়
বাতিল স্বপ্নের স্তুপগুলো। থেকে থেকে
পচা বাসি এইসব দুঃসহ দুর্গন্ধ কেটে
খানিকটা নাক চেপে হেঁটে যায় নিরীহ পথচারী,
কুঞ্চিত ঘৃণায় বিদ্ধ করে কাকে?-
আহ্ কী অসহ্য!
আহাম্মক গোরখোদকও জানে
আরেকটা বাতিল স্বপ্ন মাটিচাপা হবে আজ-
খুঁড়তে খুঁড়তে স্বপ্ন দেখে তারা
এবং স্বপ্নকেই চাপা দিতে দিতে একদিন
এরাও স্বপ্ন হয়ে যায় শেষে
পুরনো বাতিল এবং দুর্গন্ধময়। #
(১২/০৭/২০০৭)
[Basbhumi]
বর্ষাকাব্য
বর্ষা নামলেই
অভব্যের মতো কাব্য করতে বসে যায়
ওরা-
কেন? বৃষ্টি তো নিজেই কাব্য!
জলের ফুলগুলো বাতাসের উদ্ভ্রান্ত ঝাপটায়
পাপড়ির মতো ছিঁড়ে ছিঁড়ে ঝরে গেলে
বৃষ্টিরা তো কাঁদে না একটুও!
জলের নিঃশর্ত অনুবাদ না জেনেই
ছিচকাঁদুনে কলমগুলো
কেন যে এমন ফুঁপিয়ে যায়-
বৃষ্টিরা শুনলে হাসবেই হয়তো! #
(২৪/০৭/২০০৭)
[Basbhumi]
বৃষ্টির সিম্ফনী
মেঘের আকাশ নেই
মাটির গন্তব্য খুঁজেই সারা
পুরবাসী গাছেদের নীল নীল চোখ
মেঘের আকাশ হয়-
বৃষ্টির পতন খোঁজে নিসর্গের প্রত্ন অভিসার।
উদ্বাস্তু ওড়নায় ঢাকা আদিম পাথরে কি
মাটির স্বভাব?
বৃষ্টির সিম্ফনী মেখে গলে যায় অনায়াসে;
গলে যায়, নাকি ফিরে যায় শৈশবে?
পর্দা সরিয়ে দ্যাখো, বৃক্ষশিশুর চোখ
কেমোন শিকড় ছড়ায়! #
(২১/০৬/২০০৭)
[Basbhumi]
ভাইরাস
তোমার প্রয়াত কান্নাকে
দাঁড়িয়ে
এক মিনিট নীরবতা জানালেই
মিটে যেতো
যথসম্মান দেয়ার বিষয়টা,
ওটা এখন ঢুকে গেছে গভীরে
হৃদপিণ্ডের কালান্ধ কোঠায়।
সুস্থ শরীরে এখন
অদ্ভুত ভাইরাস জ্বর
ফিনকি দেয় মাঝে মাঝে;
শুশ্রূষা কবেই রেজিস্ট্যাণ্ট! #
(১১/০৬/২০০৭)
R_d_B
শঙ্খটা ভেঙেই ফেলো
হাতের শঙ্খের মতো ঘিরে আছো সংস্কার
ভাসাভাসা নদী এঁকে কী হবে?
ঢেউয়ের উচ্ছ্বাস নেই, কষ্ট নেই
এমন কি বিষাদও।
কারুপাঠ মেনে মেনে লুকিয়েছো
নখের হলুদ রঙ, ভুরুর বিস্তৃতি
ছেটেছো নিভৃতি- কথার কল্লোল
বরং শঙ্খটা ভেঙেই ফেলো
আর কোন অকল্যাণ
হবে না। #
(১১/০৬/২০০৭)
R_d_B
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment