Friday, April 18, 2008

# জলের অক্ষরে - ০২ (কবিতাগুচ্ছ)


বৃষ্টি
(কবি মাহমুদ শাওন)

- রণদীপম বসু

যখন বুকের ভেতর শুধু বৃষ্টিই ঝরে
বৃষ্টির সাথে মিশে যাই আমি,
হয়তো তুমিও ;
শুধু তোমাকে পাই না যখন
বুকটাই বৃষ্টি হয়ে
ঝরে আর.. ঝরে আর.. ঝরে আর...

মনে হয় তুমিই
এক পশলা বৃষ্টি তখন ! #
(১৭/০৪/২০০৮)

[ছবির কৃতজ্ঞতা: আনোয়ার সাদাত শিমুল: আশিমুলব্লগ]
জলের কাছে প্রার্থনা
- রণদীপম বসু


করতলে ভেসে ওঠা চৈতের মাঠ ভেঙে
যেখানে যাবেই, যাও,
ফসলের গন্ধবিহীন গিলে খাওয়া সময়ের
ঝুল ধরে
যতোই ঝুলো না কেন
কোন চিহ্নই থাকবে না পিছে ;
কী ভাবে রাখবে এই উন্মুল পায়ের ছাপ ?

না পেলে জলের ঘ্রাণ
মাটির পাজরে আর বাজে কি সবুজ স্বর ?
প্লাবনের নিত্যশোক-
কতোটাই উজার হবে ?
হাত দাও ওইখানে, যেখানে সবুজ ছিলো ;
ধু ধু মৃত্যুর চেয়ে শস্যের কান্না-
তবু তো প্রাণের স্পন্দনই ছিলো !

জলের কাছেই আজ প্রার্থনা হোক।
(১০/০৪/২০০৮)
For this image thankfull to


দুর্বোধ্য
- রণদীপম বসু

যখনি প্রশ্ন করো-
আমি জানি, এর উত্তর শুধু তুমিই জানো,
আমি নই ;
আর উত্তর দাও যখন-
নিমেষেই বুঝে ফেলি,
ওটা আদৌ জানা নেই তোমার !

বলো, তুমি কি প্রশ্নই করবে ?
না উত্তর দেবে ?
(১৭/০৪/২০০৮)
Imageabove


জলের অক্ষরে
-রণদীপম বসু

আমরা যা দেখছি, আসলে কি দেখছি ?
চোখের ফোকাসে নেয়া
অবিরাম ফ্লাশ-শটে
চলমান ইমেজের স্থিতিকে কি দেখা বলে ?
অদেখার অন্ধকার হাতড়ে ছুঁয়ে ছুঁয়ে অনুভব,
সময়ের টুপটাপ গলন্ত ক্ষরণ কিংবা
অনর্গল মুছে যাওয়া জলের অক্ষরের ফাঁকে
জুড়ে বসা মাত্রাহীন বোধ,
এগুলো দেখবে না কেউ।
নির্দোষ স্পন্দন পেতে হৃদপিণ্ডের দেয়ালে গায়ে
কতো কতো কাটাছেঁড়া !
আমরা তো আবর্তনই দেখি, স্পন্দন দেখি না।

দেখি বলে দেখছি যা-
আসলে কি দেখছি কিছুই ?
চোখের অগম্য নগরে যে হানা দেবে হালাকু-চেঙ্গিস,
কতকাল পরে তা ইতিহাস হবে ?
তখন তো সে নগর নেই আর -
শুধুই ধ্বংসস্তুপ !

(২৪/০৪/২০০৮)


নখ
-রণদীপম বসু

কড়ে আঙুলের দীর্ঘ নখের কাছে
কখনোই জানতে চেয়ো না
দীর্ঘতার ভার কতোটা নাজুক হলে
নিরূপায় ন্যুব্জতায় সে হয়ে ওঠে ত্রস্ত কাতর ;
সুন্দরের শালীন ইচ্ছেরা তাতে কষ্ট পাবে !

নখের দীর্ঘতা মেপে শখের যে ঘুড়িটা উড়িয়েছো
নিজস্ব আকাশে
অনাহুত বৃষ্টি ঝড়ে চুরমার হোক
নখও চাইবে না তা,
তোমার দুর্বহ ভালোবাসায় দীর্ঘ হতে হতে
এবং নতজানু হতে হতে
ইচ্ছের শেকড়ে এসে নামাবে আকুল মুখ ;

তুমি হয়তো বলবে-
নখটা কেমোন চক্রাকারে বেঁকে গেছে দেখো !
(২৪/০৪/২০০৮)
Images

No comments: