Wednesday, June 11, 2008

# শব্দের খোঁয়াড় (অণুকবিতাগুচ্ছ)- ০১







শব্দের খোঁয়াড়(অণুকবিতাগুচ্ছ)- ০১

-রণদীপম বসু

(০১)
চোখের উঠোন জুড়ে গভীর সাঁকো
কে যে কোন্ পথে যাবে ডুববে কোথায়
চোখও কি জানে তা !

(০২)
দৃষ্টির পাড় বেঁধে চোখের সীমানা দেবে ?
গভীর কলঙ্ক হবে। বৈধতার ঘোড়াটাকে
কী করে খাওয়াবে বলো কেটে রাখা সংস্কারের ঘাস !

(০৩)
নামের কারিশমাতেই মুগ্ধ আমরা ;
নামটা বেড়ায় খুব,
মানুষটা রয়েই যায় গোপন গভীর।

(০৪)
লজ্জার গভীরে থাকে ক্রোধের শিকড়
তবু ক্রোধান্ধ ধমনী রাখে না কোনো লজ্জার আড়াল।

(০৫)
জরায়ু গভীর নয়, ইচ্ছাই অতল ;
কামনা বধির হলে শিশ্নতাই সম্বল।
(R_d_B)

(০৬)
স্বপ্নের লাল ফিতে মেপে মেপে বানিয়েছি ঘর,
সব কিছু আছে তার
নেই শুধু ভিতের পাথর।

(০৭)
আকাশটা বড়ো খুব, স্বপ্নটা আরও,
যে শুধু স্বপ্নই দেখে
আকাশ কি হারিয়ে যায় তারও ?

(০৮)
শব্দের বন্ধনে এলে অক্ষর অমর্ত্য হয়,
জীবনের বন্ধনে এলে
মৃত্যুর গন্তব্যে হাঁটে অমর্ত্য মানুষ।

(০৯)
বাইরের মতো ভেতরও উন্মুক্ত যার
শুদ্ধ মানুষ সে নিশ্চয়ই ;
হায়, শুধু ব্যক্তিত্বহীন !

(১০)
চশমা দেখে না কিছুই,
তবু তার হৃদয় খুঁড়েই
চোখেরা হয়ে ওঠে কান্ত চক্ষুষ্মাণ।
(১০/০৬/২০০৮)
R_d_B

No comments: