‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Friday, June 13, 2008
# মধ্যরাতের পোস্ট
মধ্যরাতের পোস্ট
পেহলা প্রহর- সবখোই জাগে
দোসরা প্রহর- ভোগী জাগে
তেসরা প্রহর- তস্কর জাগে
চৌঠা প্রহর- যোগী জাগে।
ছাত্রত্বের সেই প্রথম জীবনে কার কাছে কখন কীভাবে শুনেছি বা পড়েছি, কিছুই মনে নেই। ভাষার সঠিকতা নিয়েও নিঃসন্দেহ নই। কেননা ওই ভাষাটা বিশেষভাবে জানা নেই আমার। যেভাবে শুনেছিলাম, এই ভুলোমনে কী করে যে গেঁথে রইলো তা, এটাও আশ্চর্যের বৈ কি !
বাংলা তর্জমাতে সম্ভবত এভাবে দাঁড়ায়-
রাতের প্রথম প্রহরে সবাই জেগে থাকে
দ্বিতীয় প্রহরে জাগে ভোগী-সত্তা ;
আর তৃতীয় প্রহর চোরের ।
কিন্তু চতুর্থ প্রহর শুধুই যোগী তপস্বীদের জন্য।
আর এই যে আমি প্রথম প্রহর থেকে দ্বিতীয় তৃতীয় হয়ে চতুর্থ প্রহরও ছুঁতে যাচ্ছি জেগে জেগে, কোন্ পর্যায়ে ফেলবো আমি নিজেকে ? সবটাতেই ? না কি কোনটাতেই নয় ?
বণ্টনের কোন সূত্র যে আমার জানা নেই !
R_d_B
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment