‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Friday, June 13, 2008
# শব্দের খোঁয়াড় (অণুকবিতাগুচ্ছ)- ০২
শব্দের খোঁয়াড়(অণুকবিতাগুচ্ছ)- ০২
-রণদীপম বসু
(১১)
আপন চেহারা যার অনুপুঙ্খ পরিচিত খুব.
নিজেকে সে চেনে কি আদৌ ?
জীবন কি শুধুই তার প্রসাধনময় ?
(১২)
তৃষ্ণার্ত মানুষ কি ক্ষুধার্তও হয় ?
আসলেই ক্ষুধার্ত যে
সে কি তৃষ্ণার্তও নয় ?
(১৩)
মূর্খের হাতে পরেছে বিজ্ঞের মুকুট যে-
তাকে দেখে মূর্খেরা লজ্জানত,
বিজ্ঞেরা এড়িয়ে যায় তাকে।
(১৪)
নাভির উচ্চতায় মাপা মানুষের নিজস্ব জীবন-যাপন ;
বাকিটা নিজের নয়-
এ কি তার মানবিক ভিন্ন পরিচয় ?
(১৫)
বুকের প্রকোষ্ঠে থাকে ভয়, খুলির গভীরে রাখা হিংসার ভাগাড়
আর যা কিছু প্রেম সব লিঙ্গের গোঁড়ায় ;
এই কি মানুষ যার নেই কোন আত্মপরিচয় ?
(R_d_B)
(১৬)
মানুষ যতোটা নির্দয় হয়, আত্মপ্রেমী ততোটাই ;
প্রেমিকের চেহারাও কি তাই সমান নির্দয় ?
(১৭)
অন্যের পাগলামো দেখে এতো যে আমোদ খুঁজি
নিজের পাগলামিকে সুড়সুড়ি দিতে ?
মানুষ অসুস্থ প্রাণী, একটুও ভালোত্ব নেই তার ;
তবে কি চেহারা ঢাকার নৈপুণ্যই কে কতো দক্ষ সুজন ?
(১৮)
নারীর রমণী নামেই পুরুষের উত্তম প্রকাশ ;
রমণের বাইরে মানুষের আর কি জগত নেই ?
(১৯)
পত্রিকার পাতা খোঁড়া ? নিজেকে খোঁজার প্রয়াস ;
সত্যিই পাই যখন,
কীভাবে নিজেকে করি উন্মত্ত খোঁয়াড় !
(২০)
নারীর প্রশংসা করি সম্ভোগ ইচ্ছায়.
আর পুরুষের প্রশংসা হয় ঈর্ষিত ঘৃণায় ; সে কি পুরুষ বলেই !
যখন নিজকে প্রশংসা করি ?
(১৬/০৬/২০০৮)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
কবি আমি আইছলাম। কয়েটা পড়েছি।
কবি আমার ব্লগ যাইন যে
http://bangalipublisher.blogspot.com/
Post a Comment