Friday, June 20, 2008

# ভাঙা আয়নায় আপন মুখগুলো- (০২)





ভাঙা আয়নায় আপন মুখগুলো- (০২)

মহাবিজ্ঞানী অ্যালবার্ট আয়েনস্টাইন, আপেক্ষিকতার সচল চোখে।

বিজ্ঞানী আইজ্যাক নিউটন, মাধ্যাকর্ষণে টেনে রেখেছেন সব।

বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন, আমাদের গন্তব্য কোথায় ?

ভ্লাদিমির ইলিচ লেনিন, সমাজতন্ত্র ফুরিয়ে যায়নি এখনো।

চে গুয়েভারা, বিপ্লবী, 'তোমার মৃত‌্যু আমাকে অপরাধী করে দেয়।'

বিল গেটস্ (মাইক্রোসফট), প্রযুক্তি ছুঁয়ে দিলো মানুষের মন।

1 comment:

toxoid_toxaemia said...

দারুন হয়েছে।
স্মৃতিগুলো একটু নাড়াচাড়া দিয়ে উঠল।