‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Friday, August 1, 2008
# মুক্ত-মনা ই-সংকলন, 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত না কি সমন্বয় ?'
মুক্ত-মনা ই-সংকলন, 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত না কি সমন্বয় ?'
ধর্ম ও বিজ্ঞান, এ দুয়ের মাঝে আদৌ কি সমন্বয় হওয়া সম্ভব ? না কি এদের মধ্যে সতত বিরাজ করছে এক নিরন্তর সংঘাত ?
এ প্রশ্নকে উপজীব্য করেই মুক্ত-মনা ডটকমের উদ্যোগে এর অন্যতম মডারেটর মুক্তচিন্তক অভিজিৎ রায়ের সম্পাদনায় প্রাথমিকভাবে 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত নাকি সমন্বয় ?' শিরোনামে যে ই-বুক প্রস্তাবনা বা সংকলনটি অন-লাইনে প্রকাশ করা হয়েছে, বিজ্ঞান ও দর্শনের অনুরাগী যুক্তিশীল পাঠকের কাছে ইতোমধ্যেই তা বেশ সাড়া ফেলেছে।
ইতিপূর্বে বিবিধ সাহিত্য, কবিতা, অনুগল্প এবং মুক্তিযুদ্ধ বা ফিরেদেখা৭১ নিয়ে অন-লাইনে আমরা চমৎকার কিছু বাংলা ই-বুক পেয়েছি। এই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হিসেবে বিজ্ঞান ও দর্শনের উপর যুক্তিনির্ভর বাংলা ই-সংকলন এটাই বোধ করি প্রথম। যদিও পোর্টেবল ই-বুক হিসেবে তা এখনো ছাড়া হয় নি, তবু নীচে দেয়া লিঙ্কে ক্লিক করে হাইপারলিঙ্ক করা সূচিপত্রগুলো চেখে নিলেই কৌতুহলী পাঠক নিমেষেই ধারণা করে নিতে পারবেন সংকলনটি প্রাসঙ্গিক বিষয়ের ব্যাপ্তি, গভীরতা আর গুরুত্ব কতটুকু ধারণ করতে পেরেছে। ইচ্ছে করলে হাইপারলিঙ্ক ধরে ভেতরেও ঢুকে যেতে পারেন। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আয়োজন ! আশা করছি হতাশ হবেন না।
[লিঙ্ক: 'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত না কি সমন্বয় ?' ]
/ইমেজ: মুক্ত-মনা ই-সংকলনের প্রচ্ছদ থেকে নেয়া/
[somewhereinblog]
[mukto-mona]
[amarblog]
[pechali]
...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment