Tuesday, December 22, 2009

| দুই-মেগাপিক্সেল…| ঢাবি শহীদ তালিকা-স্তম্ভ |



| দুই-মেগাপিক্সেল…| ঢাবি শহীদ তালিকা-স্তম্ভ |
রণদীপম বসু



ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনের টিএসসি-নীলক্ষেত মূল সংযোগ-সড়কটির মধ্যবর্তী গ্রন্থিমুখে চোখে পড়বে একটা সুদৃশ্য সড়ক-দ্বীপ, যেখানে রয়েছে অত্যন্ত নান্দনিক ভঙ্গিতে কতকগুলো আয়তাকার ফলক বা স্তম্ভের সাজানো স্থাপনা। এই চমৎকার নির্মাণ-শৈলীর প্রতিটা ফলকের ভেতর-পার্শ্বে থরে থরে অঙ্কিত রয়েছে একাত্তরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শহীদদের গুচ্ছ গুচ্ছ তালিকা।
এর একটি ফলকে লেখা রয়েছে-


বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী
ও অন্যান্যদের
পবিত্র নামখচিত এই ফলকগুলি
বাংলাদেশের স্বাধীনতালাভের চব্বিশবর্ষপূর্তির দিনে
কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়-সমাজের পক্ষ থেকে
স্থাপিত হলো।











































.
ফলকগুলোর সামনে নিরবে নিবিড় হয়ে দাঁড়ালে শ্রদ্ধায়-শোকে মাথা নুয়ে আসে অজান্তেই। আর বুকের ভেতরে জমে ওঠে শিশির-মাখানো এক রক্তাক্ত সকাল !

[sachalayatan]
...

No comments: