Tuesday, December 22, 2009

| দুই-মেগাপিক্সেল…| কবি নজরুল সমাধি-স্তম্ভ |


| দুই-মেগাপিক্সেল…| কবি নজরুল সমাধি-স্তম্ভ |
রণদীপম বসু
‘মসজিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই
যেন গোড়ে থেকে ঐ মুয়াজ্জিনের আযান শুনতে পাই।…’

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬) এই গানের মধ্য দিয়েই হয়তো তাঁর অন্তিম ইচ্ছাটা জানিয়ে রেখেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ নেন এবং অসুস্থ কবিকে যথাযোগ্য সম্মান ও পরিচর্যায় এদেশে স্থায়ীভাবে অবস্থানের সুব্যবস্থা করেন। কবির মৃত্যুর পর অন্তিম ইচ্ছানুযায়ী তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই সমাধিস্থ করা হয়।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর সুদৃশ্য সমাধি-স্তম্ভ ও সুসজ্জিত এলাকাটি দেখতে প্রতিদিন কত শ্রদ্ধাবনত মানুষের আগমন ঘটে। দুই-মেগাপিক্সেলের চোখেও এই স্মিত-সৌন্দর্য এক অনির্বচনীয় মুগ্ধতার রেশ ছড়িয়ে দেয়। কবি নজরুল আমাদের অহঙ্কার !

* ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ (ছবি: ০১- ০২)


* জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধি-স্তম্ভ (০৩ – ০৯)





* কবি কাজী নজরুল স্মৃতি-স্থাপনা (১০ – ১২)



কবির প্রতি গভীর প্রণতি।

[sachalayatan]
...

No comments: