Sunday, January 3, 2010

| দুই-মেগাপিক্সেল…| ডাকসু-আর্কাইভ |



| দুই-মেগাপিক্সেল…| ডাকসু-আর্কাইভ |
রণদীপম বসু

১৬ ডিসেম্বর ২০০৯। চারদিকে বিজয় দিবসের বিপুল আয়োজনের প্রস্তুতিময় দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা ঘুরে ঘুরে দেখছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু’র সংগ্রহশালাটি ইতিপূর্বেও চোখে পড়েছে বহুবার। কিন্তু এর ভেতরটায় ঢুকা হয়নি আগে। সে অতৃপ্তি থাকবে কেন ! সংগ্রহশালাটির পরিসর খুব অল্প বলেই হযতো সংগ্রহগুলোকে রাখতে হয়েছে ঠাশবুননে।
ভেতরের আলোয় দুই-মেগাপিক্সেলের চোখেও দেখে নিলাম কয়েক পলক।
সেই কয়েক মুহূর্ত:

No comments: