Tuesday, March 23, 2010

। দুই-মেগাপিক্সেল । পানিইইই...।


। দুই-মেগাপিক্সেল...। পানিইইই...।
-রণদীপম বসু
...
আজ (২২ মার্চ ২০১০) বিশ্ব পানি দিবস।
কেউ যদি প্রশ্ন করেন, এই দিবসের উপজীব্য কী ? অত্যন্ত সোজা উত্তর। ঘুম থেকে উঠে এরপর গোটা দিনটাই কেটে গেলো; পানিহীন। এক ফোটা পানি নেই সাপ্লাই লাইনে ! মধ্যরাতে ক্যালেন্ডার ডেট পাল্টে গেছে আরো প্রায় ঘণ্টাখানেক আগেই। তবুও দুঃসহ প্রতীক্ষায় বসে আছি....।


উপরের ছবি দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কেননা এটা গত বছরের ঠিক এ সময়টাতেই তোলা, দোতলার ফ্ল্যাট থেকে। সিটি কর্পোরেশনের অফিসে বিল জমা দিয়ে যিনি ওয়াসার এই পানিটুকু ক্রয় করেছিলেন, তার ফিরে আসার আগেই পানির গাড়ি চলে এসেছিলো। সিটি কর্পোরেশানের এই তরিৎ সেবায় খুশি হওয়ার যথেষ্ট কারণ থাকলেও ক্রেতা ভদ্রলোক আসার আগেই আশেপাশের লোকজন নিয়ে গেছে সব পানি। আর সেদিন আমার পানিশূন্য ফ্ল্যাটে রান্না চড়ে নি।

ঢাকা বাসের এই দুঃসহকালে যখন দিনের অষ্টমবারের বিদ্যুতবিহীন ঘণ্টায় হাসফাস করছি তখন কী করে বলবো আগামীকাল কী অপেক্ষা করছে....!
...
[somewherein]
...

No comments: