Saturday, May 15, 2010

| দূর ছাই !

| দূর ছাই !
-রণদীপম বসু
দূর ছাই !
যাচ্ছি তো ইস্কুলে, কোত্থেকে এসে গেলো
পথ জুড়ে মাঠটাই !
দুই দিকে দুই ইট, গোলপোস্ট এমনি
যেভাবে তা ছিলো কাল আজো ঠিক তেমনি।
ইশ্! যদি বলটাও এসে যেতো পলকে
চেনাতাম গোলপোস্ট বোকা সেই বলকে।
তবু হায়, খেলাধুলা শিখবো কী! বল কই মাঠটায়!
আর কেউ আসবে না? ক্লাস তো সে আটটায়!


তার আগে একটু…, দূর ছাই!
ওই বুঝি পড়লো ঢং ঢং ঘণ্টাই।

(০২-০৩-২০১০)

No comments: