Saturday, January 1, 2011

| ছবির গল্প | শেষ সূর্যাস্ত, ২০১০…|

 
| ছবির গল্প | শেষ সূর্যাস্ত, ২০১০…|
-রণদীপম বসু

শেষ সূর্যাস্তের কাছে একটাই আকুতি ছিলো,- হে সূর্য, প্রণতি নাও। তোমার অস্তাচলের শেষ আভা গুটিয়ে নেবার আগে এই নশ্বর জীবনের প্রতিটি স্পর্শবিন্দু থেকে তুলে নাও আমাদের সবটুকু হিংসা, বিভেদ, লোভ, ঘৃণা আর গ্লানিভরা অস্থিরতা। তোমার শেষ আলোকস্পর্শ দিয়ে মুছে নাও আমাদের সমস্ত ধুসরতা, জরা, ব্যাধি আর বিগত বছরের সব কৃত্রিম কালিমা। মিথ্যে অহঙ্কারের বাতিল কৌলিন্য ঝেড়ে শুদ্ধ আঁধারে ডুবিয়ে দাও। যেন আগামী দিনের  প্রথম আলোকস্পর্শে আমাদের অখণ্ড পবিত্রতা দিয়ে নতুন বছরের আগমনী রঙে রাঙা হয়ে ওঠি। হে বিদায়ী সূর্য, বছরের শেষ লগ্নে আমাদের প্রণতি নাও। বিদায় ২০১০। একটি মানবিক বছরের শুভ্রতা দিয়ে শুরু হোক আমাদের নতুন আগামীকাল।
 
undefined

সত্যি কি আমরা আমাদের নতুন বছরটা অমলিন স্বপ্ন দিয়ে শুরু করতে পারবো ? তবুও আশাই জীবন। সমস্ত নৈরাশ্য ঝেঁড়ে আমরা নতুন করে আবার আশাবাদী হই… !

No comments: