Tuesday, January 18, 2011

| ছবির গল্প | লাল শাপলা: আমাদের চেতনার আবীর রাঙানো ফুল |


| ছবির গল্প | লাল শাপলা: আমাদের চেতনার আবীর রাঙানো ফুল |
-রণদীপম বসু

বিল-ঝিল-নালায় ভরা আমাদের এই নদীমাতৃক দেশে শাপলা ফুলের উপস্থিতি অত্যন্ত স্বাভাবিক বলেই তা আমাদের জাতীয় ফুলের মর্যাদায় অধিষ্ঠিত। তবে এই নগরীতে শাপলা ফুল খুব একটা চোখে পড়ে না। পড়বে কী করে ! জলাভূমিই তো নেই। নাগরিক সভ্যতায় সব গ্রাস হয়ে যাচ্ছে।

.
Red Water Lily at National Martyrs Memorial 
.
জাতীয় শহীদ স্মৃতিসৌধ এলাকার ছোট্ট কৃত্রিম লেকে সামান্য কিছু শাপলা চোখে পড়লো। লাল শাপলা। পরিবেশের গাম্ভির্য্যে ওগুলোকে আর সামান্য শাপলা মনে হয় নি। যেন লাখো শহীদের স্মৃতিধোয়া আমাদের চেতনার আবীরে রাঙানো ফুল। সূর্যের ঝলমলে আলোয় টলটলে পানিতে কম্পমান ছায়াগুলো বুকের গভীরে কোথায় যেন অন্যরকম দোলা দিয়ে যায়। নগরীর অন্য কোথাও কি দেখা যায় শাপলার রূপ ?

Red Water Lily Agargaon 
.
আগারগাঁও শেরেবাংলানগর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের ছোট্ট ডোবাটাতেও গুটিকয় লাল শাপলা চোখে পড়লো। বড় বেশি অবহেলা নিয়েও বিদ্যালয়ের লাল ভবনের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকেও যেন লালিমায় মেখে রেখেছে এরা। তবে বাড়তি মনোযোগ না দিলে বাঙালির আবেগ মাখানো এই জাতীয় ফুলকে হয়তো আগামীতে এই নগরে কোথাও আর খুঁজে পাওয়া যাবে না।

No comments: