.
| আরেক বর্ষার খোঁজে…|
রণদীপম বসু
…
দিগন্তের কাছে যেতে কখনো পারেনি সে।
কেবলই ওদিকে চেয়ে অব্যক্ত অনড় চোখে
অদ্ভুত মেঘের স্বরে ডেকে ওঠে মেয়ে,
ফেলে আসা বর্ষায় যেভাবে ডেকেছিলো তাকে।
রণদীপম বসু
…
দিগন্তের কাছে যেতে কখনো পারেনি সে।
কেবলই ওদিকে চেয়ে অব্যক্ত অনড় চোখে
অদ্ভুত মেঘের স্বরে ডেকে ওঠে মেয়ে,
ফেলে আসা বর্ষায় যেভাবে ডেকেছিলো তাকে।
.
অতঃপর গুড়গুড়গুড়গুড় ধ্বনি আর প্রতিধ্বনি মুছে যাবার আগেই
কী আশ্চর্য ! চক্রবাল ছেয়ে গেলো ঘনঘোর অন্ধকারে !
এমন অন্ধকার কখনোই দেখেনি মেয়ে।
চারদিক ভেঙেচুরে
ধেয়ে এলো ঝাঁক ঝাঁক বৃষ্টির পাখি !
অন্তহীন ডানা আর অবিরাম ঝমঝম স্বরে
কেউ কিছু জানলো না আর-
তুমুল বৃষ্টির সাথে মিশে যাওয়া বোকাসিধে মেয়ে
তার সাদা সাদা পাথর চোখে ডেকেছিলো কাকে ?
অতঃপর গুড়গুড়গুড়গুড় ধ্বনি আর প্রতিধ্বনি মুছে যাবার আগেই
কী আশ্চর্য ! চক্রবাল ছেয়ে গেলো ঘনঘোর অন্ধকারে !
এমন অন্ধকার কখনোই দেখেনি মেয়ে।
চারদিক ভেঙেচুরে
ধেয়ে এলো ঝাঁক ঝাঁক বৃষ্টির পাখি !
অন্তহীন ডানা আর অবিরাম ঝমঝম স্বরে
কেউ কিছু জানলো না আর-
তুমুল বৃষ্টির সাথে মিশে যাওয়া বোকাসিধে মেয়ে
তার সাদা সাদা পাথর চোখে ডেকেছিলো কাকে ?
.
মেয়েটিও জানলো কি আদৌ-
আরেক বর্ষার খোঁজে চোখ দুটো তবু পাথরই থেকে গেছে তার…!
…
মেয়েটিও জানলো কি আদৌ-
আরেক বর্ষার খোঁজে চোখ দুটো তবু পাথরই থেকে গেছে তার…!
…
No comments:
Post a Comment