Wednesday, February 6, 2013

নিরপেক্ষ !

.
নিরপেক্ষ !
রণদীপম বসু

কী বললেন ? চাই না বিচার ?
কে বলেছে ! এ অনাচার !
 .
বিচার তো চাই, কিন্তু তবে…
স্বচ্ছ বিচার হতে হবে,
অমুক আমার ‘মুক্তি’ ছিলেন, দেখেন নিয়ে খোঁজ !
তাই
যা বলি তা ডিরেক্ট বলি
নিরপেক্ষতা মেনেই চলি
মানবতার পক্ষে আমি, জানাচ্ছি হররোজ !
 .
কিন্তু রে ভাই বলি কিনা,
হুজুগে-নাঁচা লোক আমি না।
 .
থাকবে নজর সামনে দিকে
অতীত এখন বেজায় ফিঁকে
সামনা ছেড়ে কেন্ যে বাপু পেছন নিয়ে ঘাঁটো !
সব ভেদাভেদ ভুলে গিয়ে
সবাইকে আজ সঙ্গে নিয়ে
উন্নতিটা করতে দেশের ভালোর দিকে হাঁটো !
 .
আপনিই কন, ভুলটা কোথায় ?
দেশের ভালো কে-ই-বা না চায় !
 .
গণ্ডগোলের, স্যরি স্যরি,
মুক্তিযুদ্ধের কে কাণ্ডারি-
প্রশ্নটা কি দোষের কিছু ? ইচ্ছে কি নেই জানার !
তবু
বেয়াদব ওই ছোকরাগুলো
ইতিহাসের বোঝে নুলো !
মুখের উপর বলে কিনা, আমি রাজাকার !

(০৬-০২-২০১৩)

No comments: