Tuesday, March 19, 2013

| নাস্তিক কয় কিসে !

.
| নাস্তিক কয় কিসে !
রণদীপম বসু

কহেন সাহেব, শোন্ রে মাঝি, নাস্তিক কী জানিস ?
শাহবাগেতে গেছিস নাকি, ওদের কথা মানিস !
ছি ছি ছি ! কী কন সাহেব, এতো কি আর জানি !
নৌকা ভাসাই গাঙের জলে, কেউ তারে কয় পানি।
বলিস কিরে ! সাহেব কহেন, বুদ্ধিটা তো খাশা !
এই কয়েই তো ধর্ম গেলো, দেখছি না তোর আশা !
বিদ্যে হলেই বুঝতি ঠিকই নাস্তিক কয় কিসে,
তোর তো দেখি জীবনখানা বারো আনাই মিছে !
.

বললে মাঝি, দেখো সাহেব, চার আনায় কী হয় !
বারো আনাই বিফল যদি, মিছেই টানো ভয় !
মাটির জলের মানুষ আমি ঘাম ঝরিয়ে খাই,
ধর্ম যে যায় কেমনে বুঝি, বিদ্যেবুদ্ধি নাই !
তবু,
চিনতে মানুষ হয়না তো ভুল, দুর্মতি হয় কার,
ধর্ম বেচে ঠকায় কারা ছড়ায় দুরাচার !
তাই বলি কী
তোমার বিদ্যে তুমিই মাপো, আমার ছাড়ো পিছে,
কেমনে যে কই- জীবনটা কার যোলো আনাই মিছে ?

(১৮-০৩-২০১৩)
(সুকুমার রায়ের ’ষোল আনাই মিছে’ কবিতার ছায়া অবলম্বনে।)

No comments: