Saturday, March 1, 2008

# বাহুল্য কথা


বাহুল্য কথা: রণদীপম বসু , জন্ম: ৩১ জানুয়ারি ১৯৬৪ ইং। স্থায়ী নিবাস: সুরমার জল-পলি-মাখা সুনামগঞ্জ শহরের ছোট্ট এক কোণে। রসায়ন বিদ্যায় অনার্স সহ মাস্টার্স করে বর্তমানে একটি বিশ্বখ্যাত একটি নোবেল জয়ী প্রতিষ্ঠানে কর্মরত। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু। কাব্যচর্চা প্রিয় মাধ্যম হলেও গদ্য, পদ্য, ছড়া, কবিতা সহ শিশুতোষ রচনা এবং মুক্তগদ্য ও সমালোচনামূলক প্রবন্ধসাহিত্যেও তাঁর সৃজনশীল কলম স্বমহিমায় উজ্জ্বল ও পাঠক-নন্দিত। দীর্ঘ দু’যুগের বেশি সময়কাল ধরে তাঁর সক্রিয় সাহিত্যচর্চা তাঁকে নিজস্ব একটি স্বর নির্মাণে সাফল্যজনক সংহতি দিয়েছে।

প্রচার বিমুখ ও লেখার ক্ষেেত্র আপোষহীন এ কবি লিখেন যত, সে তুলনায় প্রকাশ করেন খুবই কম। নিজেকে বর্জন করতে না জানলে গ্রহণের সামর্থ ক্রমশ নিম্নগামী হয় এবং অতিপ্রকাশের মোহ একজন লেখকের অন্ত:সারশূন্যতার বহি:প্রকাশ বলে তিনি বিশ্বাস করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্ত্রী রূপাবলী দে, লেখক নামের এক নিরন্তর দুঃখকে পাশে স্থান করে দিয়ে চির উৎতপাতময় জীবনকে বরণ করে নিয়েছেন। একমাত্র পুত্র-সন্তান প্রান্তিক দীপম।

তাঁর প্রকাশিত গ্রন্থাবলীÑ
# অদৃশ্য বাতিঘর (কবিতা);
# খোকার জানালা (কিশোর কবিতা);
# তিন দশে তেরো (শিশুতোষ ছড়া)।

প্রকাশিতব্য গ্রন্থÑ
# চারুপাঠের মগ্নকিশোর (প্রবন্ধ);
# ল্যক্ষহীন গন্তব্যে আমাদের ছড়া
ও কিশোর-কবিতা (সমালোচনামূলক প্রবন্ধ);
# অক্ষরের ভাঁজ (মুক্ত গদ্য);
# মায়াবী জলের খেলায় (কবিতা);
# প্রথম আকাশ (কবিতা);
# থুক্কু (ছড়া) ।

No comments: