Wednesday, May 14, 2008

# গুচ্ছছড়া- ০১






গুচ্ছছড়া- ০১
-রণদীপম বসু



ভোম ভোলানাথ


কৈলাশে কি টান পড়েছে
ভোলাবাবার রসদটার ?
ডট-কমে তাই ঢুকেই বাবা
পাত্তা লাগান ঔষধটার।

আন্তজালে ফাল পাড়ে কে ?
কবি ! কথক ! ছড়াকার !
নাম দেখে কি যায় বোঝা তার
সাকার না কি নিরাকার ?

গায়েবি সব বাদ্য বাজে
কণ্ঠ ভাজে হাহাকার,
কই গেলি রে কোথায় তোরা
দে করে সব ম্যাসাকার !

আকারের এই আকাল-দেশে
কে খোঁজে কে আকার কার ?
নিজের আকার যায় রসাতল
কিম্ভুতে কয়- কিমাকার !

সব বেটারাই ভাব ধরেছে
ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াকার,
ওরে, আন দেখি কল্কিটা ভরে-
ভোম ভোলানাথ, ভূয়াকার !!

(১৪/০৫/২০০৮)
R_d_B

No comments: