Thursday, May 22, 2008

# আর্থিক নিরাপত্তা বনাম দাঁড়ি রাখা সমাচার





আর্থিক নিরাপত্তা বনাম দাঁড়ি রাখা সমাচার
-রণদীপম বসু


আর্থিক নিরাপত্তা নিশ্চিৎ হলেই এ দেশে সম্প্রদায়গতভাবে কিছু মানুষ কেন জানি হঠাৎ করে দাড়ি রাখা শুরু করে দেন। আগে থেকেই যারা কঠোর ধর্মীয় অনুশীলনের মধ্যে বেড়ে উঠেছেন তাদের বেলায় আগে থেকে এই দাড়ি রাখার বিষয়টাকে ব্যাখ্যা করায় কোন জটিলতা দেখি না। বুঝে বা না বুঝেই হোক, ধর্মীয় অনুশাসন বা ধর্মাচ্ছন্নতার বিষয়টিই এখানে সহজ সূত্র। কিন্তু বৈধ অবৈধ উপায়ে টাকা পয়সা কামিয়ে জমিয়ে তুলে আপাত সন্তুষ্টি নিয়ে হঠাৎ করে ধার্মিক হিসেবে নিজেকে প্রদর্শন করার বিষয়টাকে আমরা কীভাবে দেখবো ? আর ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেই বা এর কী ব্যাখ্যা থাকতে পারে ?

ব্যক্তিগত কৌতূহল থেকেই বেশ কিছুদিন যাবৎ পরিচিত মানুষদের মধ্যে এই প্রবণতাটা পর্যবেক্ষণ করছিলাম। প্রাপ্ত বিমূর্ত কিছু উপাত্ত এই কৌতূহল উদ্দীপক বিষয়টাকে নজরে নিয়ে এলো। এর পেছনে কি কোন লজিক কাজ করে ? আর্থিক নিরাপত্তাই কি মানুষের প্রদর্শনযোগ্য ধর্মবোধ জাগ্রত করে ? ধর্মভীরু সহজ সরল অশিক্ষিত আম-সাধারণের কথা বলছি না আমি। অফিস আদালতগুলোতে তথাকথিত শিক্ষিত ভারী ভারী মানুষগুলোর মধ্যে চোখের সামনে এই দ্রুত পরিবর্তনটা নিশ্চয় অন্যদেরও চোখ এড়িয়ে যায় না। এ ক্ষেত্রে মনোদর্শনগত ভূমিকাটাই বা কী, এটা নিয়েও হয়তো ভেবেছেন বা ভাবছেন কেউ।

আপনিও একটু ভেবে দেখুন তো, কোন উত্তর পান কি না ?

(২২/০৫/২০০৮)
R_d_B

No comments: