Thursday, May 22, 2008

# মায়াবী জলের খেলায়- ০৩ (কবিতাগুচ্ছ)





মায়াবী জলের খেলায়- ০৩ (কবিতাগুচ্ছ)
-রণদীপম বসু


মানুষের অনুবাদ

মাঝে মাঝে অচেনা খেয়াল কিছু
চৈতন্যের কার্নিশ বেয়ে
ঝুলে পড়ে নিঃশব্দে।
মানুষের অনুবাদ কতোটা প্রাকৃত
আর কতোটা প্রকৃত কে জানে-
ইচ্ছে হয় তোমাকে অনুবাদ করেই
বুঝে নেই মানুষের একান্ত স্বভাব।

অথচ কী আশ্চর্য দেখো-
তোমাকে অনুবাদ করি এমন প্রচল ভাষা
রপ্ত হলো না আজো !

মানুষের ব্যাকরণ শেষতক ব্যাকরণহীনই...


উল্কি

স্বপ্নচোরা সত্যের সীমানা ডিঙিয়ে আমি
ঢুকে পড়লামই যখন
নিভৃত কক্ষে তোমার
কী করে অস্বীকার করবে আর,
এখন তো শুধুই ঘৃণা !
হোক তাই ; ওটুকু বরাদ্দেই চলবে আমার-
তবু তো তোমারই দেয়া !

উল্কি হয়ে আঁকা থাক হৃদয়ের ত্বকে।
(০৯/০১/২০০৬)


বৃষ্টির প্রার্থণা

জলের দূরত্ব থেকে ছুঁয়ে যাবো তোমাকে আবার
অতৃপ্ত অপূর্ণ, তাই বিন্যস্ত স্মৃতির ত্বকে
তরল লাবণ্যের ছায়া মেখে নেই
আদিগন্ত সবুজ বিশ্বাসে।

জলল পাঁচিলে ঘেরা
হলুদ চরের বুকে দোলে যে গোপন সুর
দখলি পায়ের ছাপ মুছে দেয় তাও ;
মাটির আর্তি বোঝে জলজ নিঃশ্বাসে মোড়া
বিশ্বস্ত কিষাণের চোখ।

তোমাকে ছুঁবো বলে নিঃশ্বাসে যতোই ঝড়,
স্পর্শেরা শরীর-সম্ভবা খুব
ইজেলের মোহন স্তরে দ্রবীত তোমার শরীর
কখনো যাবে কি ছোঁয়া-
স্তনবৃন্তে নাভিমূলে কৃষকের মোহে ?
নিদাঘ চৈতের মাঠ- খা খা রোদ্দুরে
বৃষ্টির প্রার্থণা তাই।
(১৩/০৫/২০০৬)


পঙক্তি-স্নান

সে আমার কষ্ট-নদীর ঘাতক জলে
ঝাপ দেয়া এক মোহন সারস
পালকে রাখবো এ সুখ, বাঁধবো তারে কিসের ছলে ?

ডাঙর কষ্টেরা এতোটা আপন বলেই
হাসির মুগ্ধতায় ডুবেও মানুষ
কান্নাকেই বুকে টেনে নেয় শেষে।
এবং কান্নারা কষ্টের মতোই সঙ্গম-প্রিয়,
যাকে জড়ায় প্রথমে
সমূহ তৃপ্ত না হওয়াতক ছাড়ে না কিছুতেই ;
স্বপ্নেরাও তাই।

এই বুকে মুখ ঘষে ঘষে
একে একে চলে গেছে যারা
সেই সব মাহেলিরা ছিলো কষ্টপ্রিয়,
অতসিরা কান্নাপ্রিয় ;
আর এখনো যে ঘষে বুক অভিন্ন রূপসী
সে তো শুধুই স্বপ্নপ্রিয়।
কোথায় ফারাক !

কষ্ট-নদীর ভ্রষ্ট-জলে বয়ে চলার অজস্র ছল
অতলে ডুব দেবো তার ?
আমি যে নাইবো কেবল !
(২৭/০১/২০০৬)


অবাধ্য লিরিক

(১)
ডানার সাহসে পাখি ঝাপ দেয় নীলে
উচ্ছন্ন অবাধ্য আমি
দিয়েছি নবীন ঝাপ তোমার অতলে ;
তারপর,
পাখি তো উড়েই যায় নীল থেকে নীলে
আমি যে তলাই শুধু
মোহন গরল জলে !

(২)
সাগরকে ভালোবেসে
কূলে তার পাহাড় দাঁড়িয়ে ঠায়,
চলে গেছে কতোকাল ! সাগর ঘুমোবে বুকে,
প্রতীক্ষা পাথর বুক সটান দাঁড়িয়ে আজো
অবিচল আশায় !
ঢের জানি এই বুক কখনো পাবে না তোমায়,
তবু কেনো যে উন্মুক্ত রাখি
জানি না কিসের টান এই বুকে চিতাগ্নি সাজায়।
(০২/০২/২০০৬)

No comments: