Friday, May 23, 2008

# ভাঙা আয়নায় আপন মুখগুলো- (০১)








ভাঙা আয়নায় আপন মুখগুলো- (০১)


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,যাঁর অনিবার্য ছায়ার নীচে এখনো আমরা।

সস্ত্রীক রবীন্দ্রনাথ,অদূরে যাঁর বিরহ ছিলো।

যুবক রবীন্দ্রনাথ,নাটাইয়ের সূতোটার শেষবিন্দু নেই।

তরুণ রবীন্দ্রনাথ,স্বপ্নের তুমুল সওয়ারি।

রবীন্দ্রনাথ ও মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী (রাজনীতিতে অহিংষবাদী)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অকৃতজ্ঞ জাতি যাঁর ঋণ কখনোই উপলব্ধি করতে পারে না !

কবি কাজী নজরুল ইসলাম, ফুলের জলসায় নীরব কেন কবি !

কাজী নজরুল। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ !

স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা !

যৌবনে নজরুল। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন হব শান্ত।

সত্যজিৎ রায়, চলচ্চিত্রের শিল্প আর জীবন যখন এক হয়ে যায়।

ড.মুহাম্মদ ইউনূস, স্বপ্নের বাতিঅলা।

কবি জীবনানন্দ দাশ,'আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায়।'

কবি শামসুর রাহমান, 'বুক তাঁর বাংলাদেশের হৃদয়।'

হুমায়ুন আজাদ, বুকপকেটে জোনাকি পোকা।

কবি বেগম সুফিয়া কামাল, হৃদয়ে বাংলাদেশ।

শহীদ জননী জাহানারা ইমাম

মাহবুবুল আলম চৌধুরী, কাঁদতে নয়, ফাঁসির দাবী নিয়ে আসেন যিনি।

কবি বিনয় মজুমদার, চাকা'য় ঘূর্ণিত জীবন।

কবি শহীদ কাদরী, তোমাকে অভিবাদন প্রিয়তমা।

কথাশিল্পী আক্তারুজ্জামান ইলিয়াস, চিলেকোঠার সেপাই।

কবি নির্মলেন্দু গুন, না প্রেমিক না বিপ্লবী।

কবি সমুদ্র গুপ্ত, ভালোবাসায় শোধ হয় না হাসপাতালের বিল।

কথাশিল্পী হাসান আজিজুল হক, বরেন্দ্রের মাটিকেও কথা বলান যিনি।

মুহাম্মদ জাফর ইকবাল, সায়েন্স ফিকশনে বুনে দেন হৃদয়ের বীজ।

No comments: