Wednesday, June 18, 2008

# কাঁচকি ছড়া - ০১











কাঁচকি ছড়া - ০১
-রণদীপম বসু

বাঁশ
আঁইক্কাটা ছেঁটে ফেলে
মেখে গাওয়া ঘি
বাঁশ খেয়ে হাঁদারাম
করে হা হা হি।

চোখ
এক চোখ ডানে আর
এক চোখ বাঁয়ে
কী দোষ চোখের, গেলে
মেয়েদের গায়ে !

কেউ কি দেখেছে কোনো
শহরে বা গাঁয়ে
খসে গেছে কোন কিছু
দৃষ্টির ঘা'য়ে ?
(১৭/০৬/২০০৮)
R_d_B

ভাত

চাইলে মাথা কানটা টানো
দেহ চাইলে টানো হাত,
চাও যদি খুব খেতে আলু
চাও তবে ঠিক মোটা ভাত।

বুঝ

কা.. বলতেই কাবাব বুঝেন
কাচ্চি যে নয় সাদা ভাত ;
কাজের কথা বললে, তিনি
কানের ব্যথায় কুপোকাৎ !

নামের মোহ নাই নাকি, তাও
নামটা ছড়ায় দিগবিদিক ;
মা.. বললে মান বুঝেন না
মাইয়া মাগী বুঝেন ঠিক !
(১৭/০৬/২০০৮)

No comments: