‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Wednesday, June 18, 2008
# শব্দের খোঁয়াড়- ০৪ ..(অণুকবিতাগুচ্ছ)
শব্দের খোঁয়াড়- ০৪ ..(অণুকবিতাগুচ্ছ)
-রণদীপম বসু
(৩১)
চাঁদের সখ্যতা রাতের সাথে ;
চাঁদটা গলে যাবে জেনেও
রাত তবু দিনের কাতর।
(৩২)
যা দেখছি তা-ই কি সত্যি ? না-দেখাটা সত্যি নয় ?
ছোঁয়ার দূরত্বে এসে দাঁড়িয়েছে যে
সে কি সত্যিই কাছে এলো, না কি
হারালো অজানায় ?
(৩৩)
তরলের সুবিধা পাত্রের আকার ধরা নয়,
বেরুনোর স্বাচ্ছন্দ্য। প্রেম কি তাই নয় ?
পরিচয় জানা হয় কি আদৌ ?
(৩৪)
সূর্যের দৌড়াত্ম্য ঢাকে বিভ্রান্ত মেঘ
প্রেমের দৌড়াত্ম্য ঢাকে তুমুল ঘৃণা
চোখের দৌড়াত্ম্য ঢাকে নিকষ আঁধার।
সময়ের দৌড়াত্ম্য ঢাকে কে ?
(৩৫)
সঙ্গমের দৃশ্যপটে দর্শকই মডেল-রোল,
জীবনের দৃশ্যে কোথাও দর্শক নেই।
নীহারিকায় চোখ রেখে মানুষই পারে নক্ষত্র হতে।
(৩৬)
অনন্ত বিশ্বে যেখানেই যাক্, মানুষ হারায় না কখনো ;
তখনি হারিয়ে যায়-
নিজের গভীরে ডুব দেয় যখন।
(৩৭)
পৃথিবীর পাঠশালায় সবাই শিক্ষক ;
একমাত্র ছাত্রটির নাম নির্বোধ পৃথিবী।
(৩৮)
এক গালে চড় খেয়ে
অন্য গাল পেতে দেয়াই অহিংস হয় যদি,
এক গালে চুমু নিয়ে অন্য গাল পেতে দেয়ার নাম ?
হিংসা ?
(৩৯)
পাছা দিয়ে নিয়ে সে মুখ দিয়ে ঢেলে
সৃজনের পৃষ্ঠায় আঁকে অমোচ্য অক্ষর।
স্বভাবে উল্টো বলেই কি মানুষ
কলমটা ভালোবাসে খুব ?
(৪০)
দগ্ধ চোখের রক্ষাকবচ নোনতা জলে ভেসে গেলো,
পুড়তে জলের ঘুণ-আগুনে চোখ দুটো তো রয়েই গেলো।
(১৮/০৬/২০০৮)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment