Sunday, June 22, 2008

# শব্দের খোঁয়াড়- ০৫ ..(অণুকাব্য)





শব্দের খোঁয়াড়- ০৫ ..(অণুকাব্য)
-রণদীপম বসু


(৪১)
গিয়েছিলেন কুমড়ো ক্ষেতে,
এতগুলো পৃথিবী দেখে সিদ্ধান্তহীন ফিরে এলেন।

(৪২)
আঁজলা ভরে ওঠেছিলো যা
ঝরলো নদীতেই ফের ;
জলের আয়নায় সংক্ষুব্ধ তৃষ্ণারা ভাসে।

(৪৩)
সজোরে পেটাতেই বলটা উড়লো আকাশে,
ঝুলন্ত মাধ্যাকর্ষণ ঘাম হয়ে ঝরে ;
মানুষ ঝরে না।

(৪৪)
ওগুলো মলিন জুতো নয়,
মানুষের বিবর্ণ ইতিহাস।

(৪৫)
ব্যাখ্যা কাজ নয়, কাজের ব্যাখ্যা নেই ;
নিষ্কামের ব্যাখ্যা ভুরিভুরি।

(২১/০৬/২০০৮)

1 comment:

toxoid_toxaemia said...

সুন্দর হয়েছে, ভাল লাগল।বৃহৎ সব অনুভূতির ছোট্ট কিন্তু অসাধারণ রূপ।