Thursday, March 25, 2010

| দুই-মেগাপিক্সেল | স্মৃতি-একাত্তর…৭১ |

| দুই-মেগাপিক্সেল | স্মৃতি-একাত্তর…৭১ |
-রণদীপম বসু

মার্চ, বাঙালির স্বাধীনতার মাস। মার্চ, বাঙালির রক্তাক্ত হওয়ার মাস। মার্চ, বাঙালির স্বজন হারানোর মাস। মার্চ, বাঙালির প্রতিরোধের গর্জে ওঠার মাস। মার্চ, বাঙালির কান্নার মাস, কথার পিঠে কথা হারিয়ে ফেলার মাস। মার্চ, ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড়-করাতে অনিবার্য দাবী আদায়ের মাস। মার্চ, যুদ্ধাপরাধীর পক্ষে সাফাইকারীদের মুখেও থুথু নিক্ষেপের মাস।
মার্চ, শহীদ স্বজনদের প্রতি আলোকচিত্রধারী নির্বোধ যন্ত্রেরও গভীর শ্রদ্ধায় বেদনায় নতজানু থাকার মাস।

ছবি ০১: অপরাজেয় বাংলা। ভাস্কর মৈয়দ আব্দুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন।
.

ছবি ০২-০৩: ঢা.বি. শহীদ তালিকাস্তম্ভ । ঢাকা বিশ্ববিদ্যালয়।
.
.

ছবি ০৪: শহীদ স্মৃতিস্তম্ভ। সাধারণ মনুমেন্ট। সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা।
.

ছবি ০৫: স্বাধীনতার সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
.

ছবি ০৬: শিখা চিরন্তন। স্মারক-স্থাপনা। সোহরাওয়ার্দী ময়দান। ঢাকা।
.

ছবি ০৭: শহীদ মধুসূদন দে ভাস্কর্য। মধুর কেন্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়।
.

ছবি ০৮-০৯: শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ। নক্সা নির্মাণ স্থপতি মোস্তফা হারুণ কুদ্দুস। নির্মাণ সাল ১৯৭২। উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২২ ডিসেম্বর ১৯৭২। মিরপুর, ঢাকা।
.
.

ছবি ১০: শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্র। মিরপুর। ঢাকা।
.

ছবি ১১-১২: মিরপুর জল্লাদখানা। মিরপুর। ঢাকা।
.
.

ছবি ১৩-১৪: রায়ের বাজার বধ্যভূমি। রায়ের বাজার। ঢাকা।
.
.

ছবি ১৫: ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’।

সমধর্মী ছবি-কথা-পোস্ট:
# শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্র: [পর্ব০১][পর্ব০২][পর্ব০৩]

No comments: