Friday, June 4, 2010

| আমার একটা ফেসবুক ছিলো |


| আমার একটা ফেসবুক ছিলো |

আমার একটা ফেসবুক ছিলো। সেখানে আমার অনেকগুলো বন্ধু ছিলো। ভালোই কাটছিলো দিন। একদিন হঠাৎ একটা বিশাল কালো ডিজিটাল হাত তার থাবা বসিয়ে দিলো আমাদের নিরিবিলি উঠোনে। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেলো। কিন্তু তথ্য-প্রযুক্তিকে যে পৃথিবীর কোন রাজন্যই ঠেকিয়ে রাখতে পারে না, সেই অনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদ হিসেবে আমরা সেই অন্ধকার ফেসবুকে ফের প্রবেশ করলাম (উপরের ছবি)।
শুধু নম্রস্বরে এটা জানাতেই যে, এই দেখো হে বালখিল্য হস্তক্ষেপকারী তোমাদের নগ্ন-অশ্লীল হাতের চাইতেও প্রযুক্তির হাত অনেক দীর্ঘ, অ-নে-ক ! শুধু তোমরাই জানো না যে, তোমাদের দৌড় কতো সীমাবদ্ধ, হাস্যকর।

1 comment:

joven said...

hi, you have nice blog.. u can view also mine..http://akoniwares.blogspot.com