Sunday, August 1, 2010

| হলিউড-মুভিতে যে অভিনয় করলাম সেটা মনে করতে পারছি না কেন !


| হলিউড-মুভিতে যে অভিনয় করলাম সেটা মনে করতে পারছি না কেন !
-রণদীপম বসু

এক বন্ধুর পাঠানো একটা ব্যক্তিগত মেইল পেলাম। সাথে একটা ছবি সংযুক্ত করা। কম্পিউটারের একটা উইন্ডোর স্ন্যাপশট। ‌টোয়াইলাইট সাগা নিউ মুনমুভির গ্লেন হানসার্ড ও মার্কেটা আর্গলোভার গাওয়া গানটা খুঁজতে সে ইংরেজিতে দ্য মুনলিখে গুগল-সার্চ দিয়েছিলো। একটা লিঙ্কে তার চোখ আটকে গেলো। খুব সম্ভব অস্ট্রেলিয়ার সিডনিতে এই ছবিটার প্রিমিয়ার শো জাতিয় কোন খবর ছিলো। সে অবাক ওই লিঙ্কে আমার ছবি কেন ? পেজটার একটা স্ন্যাপশট নিয়ে আমাকে পাঠিয়ে দিলো। মুভিপোকা বন্ধুটি হয়তো ভাবছিলো- হলিউডের ছবিতে রণদা অভিনয় করলো, অথচ আমি জানলাম না ! ভেরি ব্যাড !


কী আশ্চর্য, স্মৃতিশূন্য আমিও মনে করতে পারছিলাম না কবে কখন কোথায় কিভাবে এই ঘটনাটা ঘটিয়েছি ! কৌতুহলবশতঃ একই ভাবে আমিও ইংরেজিতে দ্য মুনলিখে গুগল-সার্চ দিলাম। একইরকম সবই আসে, কিন্তু ওই লিঙ্কটাই নেই। অতঃপর নিউ মুনসার্চ দিতেই টোয়াইলাইট সাগার লিঙ্কটা পেলাম। ফাঁকে মুন ছবিটার ১৬ সেকেন্ডের চমৎকার ট্রেইলও দেখা হলো। চাইনিজ জানি না বলে সম্ভাব্য চিনা ভাষায় সংশ্লিষ্ট লেখাটারও বিন্দু-বিসর্গ বুঝতে পারলাম না। চিন-বিশেজ্ঞরা হয়তো তা বলতে পারবেন। কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কবে যেন হলিউডের মুভিটাতে অভিনয় করেছিলাম ! আপনারা কেউ কি মনে করতে পারছেন ? হা হা হা !

কপিরাইট ভঙ্গ হতে পারে ভেবে অনেকেরই পরিচিত এই বন্ধুটির নাম উল্লেখ করলাম না।

No comments: