Monday, August 30, 2010

| কে আছেন এমন দাঁতাল স্মৃতিধর !


| কে আছেন এমন দাঁতাল স্মৃতিধর !
-রণদীপম বসু

আগেভাগে ভয় পাবেন না কেউ ! নিউজিল্যান্ডের সাউদার্ন Hawke’s Bay এর পার্শ্ববর্তী ৩০৫ মিটার বা ১০০১ ফুট উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়, যার স্থানীয় মাউরী ভাষার নামটিকে ইংরেজি হরফে লিখলে মাত্র ৮৫ অক্ষর বিশিষ্ট একটি ইংরেজি নাম দাঁড়ায়। যার উচ্চারণ হয় Taumata­whakatangihanga­koauau­o­tamatea­turi­pukakapiki­maunga­horo­nuku­pokai­whenua­kitanatahuএরকম।

ইতোমধ্যে বিশ্বের দীর্ঘতম নাম হিসেবে এটি গিনেস বুক অব রেকর্ডসে স্থান পেয়ে গেছে। খুব জানতে ইচ্ছে হয় স্থানীয় অধিবাসীদের দাঁতগুলো কী পদার্থ দিয়ে তৈরি !
কেউ কি বলবেন বাংলায় এর উচ্চারণ কী দাঁড়ায় ?

[sachalayatan]

No comments: