Tuesday, September 7, 2010

| সঙ্গম-সূত্র |


| সঙ্গম-সূত্র |
-রণদীপম বসু
প্রতিটি সঙ্গমে বেড়ে ওঠি আমরা। অথচ আমাদের সঙ্গম-মুহূর্তগুলো কেটে যায় সঙ্গমহীন। আর অবিরল সঙ্গমরত হতে হতে ভুলে যাই আমাদের সঙ্গমকাল পেরিয়েছে অন্য কোনো সঙ্গমের কালে।

প্রাকৃত-সঙ্গমে অক্ষম বলেই মানুষ সঙ্গমনিরত প্রাণী। কালি ও কলমের সঙ্গমচিহ্ন এঁকে, কাগজের বুকে, কবিতার বৈভব নিয়ে নেচে নেচে ভুলে যাই হয়তোবা অন্য কোনো সঙ্গমের ক্ষত। অতঃপর ভুল সঙ্গমে সঙ্গমে কাটে আমাদের অনন্ত-অকাল।

অনিবার্য সঙ্গমে গেলে নদী তো মিশবেই সাগরের সাথে। কেবল মানুষ বিচ্ছিন্ন হয় না-বুঝে সঙ্গমের প্রাণ। পাখিরা সঙ্গম বুঝে, নিরুদ্দিষ্ট হতে হতে রেখে যায় সঙ্গমের দাগ। মোহন সঙ্গমে নিজেকে সাজিয়ে তোলা প্রকৃতিও সঙ্গম বুঝে; শুধু সঙ্গমের আরাধ্য সূত্র খুঁজে মানুষই হারিয়ে ফেলে আসঙ্গ সঙ্গম।
(০৭-০৯-২০১০)

No comments: