Friday, March 11, 2011

| কালের স্মৃতিচিহ্ন | ঢাকা: মুসা খান মসজিদ |

 
| কালের স্মৃতিচিহ্ন | ঢাকা: মুসা খান মসজিদ |
-রণদীপম বসু

বর্তমান শহীদুল্লাহ হলের পাশেই মুসা খাঁর মসজিদ (Musa Khan Mosque) অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকার পশ্চিমাংশ এই বর্তমান শহীদুল্লাহ হল এলাকা পরিচিত ছিলো বাগ-ই-মুসা খাঁ নামে। মুসা খান ছিলেন বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈসা খাঁর পুত্র। সুবাদার ইসলাম খাঁর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে মুসা খাঁ বন্দী হলেও তাঁর সঙ্গে ইসলাম খাঁ সদয় ব্যবহার করেছিলেন বলে কথিত আছে। মসজিদটি এই মুসা খাঁর দ্বারাই নির্মিত বলে জানা যায়। কিন্তু মসজিদের স্থাপত্য শিল্পরীতি দেখে ধারণা করা হয়, শায়েস্তা খানী রীতিতে নির্মিত মসজিদটি আসলে মুসা খাঁর পুত্র দিওয়ান মুনাওয়ার খানই পিতার স্মৃতির উদ্দেশ্যে ১৬৭৯ সালের দিকে নির্মাণ করেছেন।
.
Musa Khan Mosque
.
দেয়ালগাত্রে কোন শিলালিপি না থাকলেও সপ্তদশ-অষ্টাদশ শতকে নির্মিত এ ধরনের বহু মসজিদের অস্তিত্ব এখনো বিদ্যমান। স্থাপত্যিক দৃষ্টিতে এটি ঢাকাস্থ খাজা শাহবাজ কিংবা চক মসজিদের অনুরূপ। এর বিশেষত্ব হলো- বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বহির্দেয়ালের অভ্যন্তরে একটি নিম্নতল কক্ষ বিশিষ্ট উঁচু প্লাটফর্মের উপর নির্মিত এই তিন গম্বুজ বিশিষ্ট নামাজ ঘর বা মসজিদ। মসজিদটির দক্ষিণ-পূর্ব কোণে সমাহিত মুসা খাঁর কবর রয়েছে।

বর্তমানে মসজিদটিকে সংরক্ষণে আরো বেশি নজর দেয়া দরকার বলেই মনে হয়।
.
Musa Khan Mosque
.
# তথ্য সূত্র: ০১) স্থাপত্য / বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা-২ / বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
              ০২)  ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী / মুনতাসীর মামুন
( মুসা খান মসজিদের আরো ছবি এখানে )

No comments: