Tuesday, July 26, 2011

। কালের স্মৃতিচিহ্ন । ঢাকা: তারা মসজিদ ।


। কালের স্মৃতিচিহ্ন । ঢাকা: তারা মসজিদ ।
-রণদীপম বসু

 …
ঢাকার আর্মানিটোলার আবুল খয়রাত রোডের পার্শ্বে অবস্থিত তারায় তারায় খচিত মসজিদটি শুরুতে তারকা খচিত ছিলো না বা বর্তমান আকৃতিতে ছিলো না। তখন এর নামও তারা মসজিদ (Tara Mosque) হিসেবে পরিচিতি পায় নি। আঠারো শতকের শেষদিকে মতান্তরে উনবিংশ শতকের প্রারম্ভিক সময়ে জনৈক মির্জা আহমেদ জান বা জমিদার মীর্জা গোলাম পীর মূল মসজিদটি নির্মাণ করেছিলেন। মীর্জা গোলাম পীর ছিলেন অষ্টাদশ শতকের ঢাকার বিশেষ ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাঈদের পৌত্র। নির্মাণকালে মসজিদটি ছিলো তিন গম্বুজ রীতির। তখন তা মীর্জা সাহেবের মসজিদ নামে পরিচিত ছিলো।
.
 .
পরবর্তীতে বিংশ শতকের শুরুতে বা মতান্তরে এই শতকের দ্বিতীয় দশকে (১৯২৬) ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী আলী জান বেপারী মসজিদটি সম্পূর্ণ সংস্কার ও সম্প্রসারণ করেন। তিনি মসজিদের পূর্বদিকে একটি বারান্দা সংযোজন করেন এবং সমগ্র ইমারতটি মূল্যবান জাপানী ও ইংলিশ রঙ্গীন টাইলস দ্বারা তারার মোটিফে সজ্জিত করেন। সংস্কারের মাধ্যমে মসজিদটিকে বর্তমানের পাঁচ গম্বুজ মসজিদে রূপান্তর করা হলেও প্রকৃতপক্ষে মসজিদটি তিন গম্বুজ রীতিরই। আর মসজিদের গম্বুজ থেকে দেয়াল পর্যন্ত অলংকরণের বিষয়বস্তুতে তারা নকশার আধিক্যের কারণে মসজিদটি পরবর্তীকালে তারা মসজিদ নামেই পরিচিতি পায়।

তথ্য সহায়তা:
০১)  স্থাপত্য / বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা-২ / বাংলাদেশ  এশিয়াটিক সোসাইটি।
০২)  ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী / মুনতাসীর মামুন।
০৩)  ছবি : রণদীপম বসু।

No comments: