Saturday, February 25, 2012

| বইয়ের নাম ‘উৎবচন’ |

 .
| বইয়ের নাম ‘উৎবচন’ |
-রণদীপম বসু


সব প্রাণীরই নিজস্ব ভাষা থাকে। মানুষেরও আছে। তবে অন্য প্রাণীরা যা পারে না, মানুষ কথা বলতে পারে। মন ও মননের এক বিস্ময়কর জগত ধারণ করে মানুষ পরিণত হতে পারে এক অসাধারণ সত্তায়। এটা মানুষেরই কৃতিত্ব। এরকম বহুমাত্রিক অর্জনের কৃতিত্ব মানুষের ঝোলায় রয়েছে বলেই মানুষের উচ্চতা আর গভীরতা যেমন অসীম, সীমাবদ্ধতাও অনেক। জীবনের বহমানতায় এই গভীর উচ্চতা আর সীমাবদ্ধতার স্রোতেই মানুষ ভাসে, হাসে, কাঁদে, অন্যকেও ভাসায়, হাসায়, কাঁদায়। তবে অর্জনগুলো উজ্জ্বল বলে সবার নজরে আসে তা। কিন্তু সীমাবদ্ধতার গোপন ছায়াগুলো খুব একটা চোখে পড়ে না বলে বুদ্ধিমানরা এড়িয়ে যান সহজেই, আর বোকারা এসব ভাবতে ভাবতে আরো বোকা হতে থাকে। এসব বোকা বোকা ভাবনাই ‘উৎবচন’।


.
বোকাদের মন হচ্ছে মাটির তৈরি ঘড়ার মতোই, ক্ষণভঙ্গুর। একটু আঁচরেই তা ভেঙে যায়। তবু বোকা হবার কারণে কোথাও প্রকাশ করতে পারে না বলে তাঁরা তাঁদের বোকা বোকা ভাবনাগুলোকে এই ঘড়ার মধ্যেই ভরে রাখে, জমিয়ে রাখে একান্তে, বোকার মতোই। এসব বোকা বোকা ভাবনাগুলোকে ‘ঘড়ায়-ভরা উৎবচন’ শিরোনাম দিয়ে অনেকদিন ধরে একটা দীর্ঘ সিরিজ পোস্ট চালিয়ে গেছি অন্তর্জালের কমিউনিটি ব্লগে। সেই সব প্রকাশিত ও আরো অনেক অপ্রকাশিত বচনগুলো মিলিয়ে একটা বই করে ফেলার দুরভিসন্ধি কখন যে এসে গেলো ! ‘উৎবচন’ এরকমই একটা বই, যা পড়ে বুদ্ধিমানরা বিরক্ত হবেন, আর বোকারা আরো বোকা হতে থাকবেন।
মূলত আমার বোকা পাঠক-বন্ধুদের জন্যেই এ বই।
.
লেখক-সৃষ্ট তিনশ’ বচনের সমাহার এই বইয়ের বিষয়বস্তু হলো জীবন, জগত ও মানুষ সম্পর্কিত বেশ কিছু উপলব্ধিজাত অভিজ্ঞান, যা কোন চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাই বইটির প্রাককথনের শেষাংশে বলে দেয়া হয়েছে-

‘প্রচলিত বিশ্বাস, বাস্তবতা বা সত্যের সাথে এই চৈতনিক উপলব্ধির ফলাফল মিলতেই হবে এমন কথা নেই। কোন কোন ক্ষেত্রে তা হতে পারে সাংঘর্ষিকও। কিন্তু তবু তা ব্যক্তিসত্তার একান্ত নিজস্ব ভাবনাই। ‘উৎবচন’কে সেরকম উপলব্ধিজাত কিছু ভাবা যেতেই পারে অথবা অন্য কিছু ভাবার স্বাধীনতাও রুদ্ধ করে না তা। তবে এর মধ্যে অতিপ্রাকৃত কোন চেতনাগত বিষয় বা অস্তিত্ব যে নেই এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। যা আছে তা নিখাদ বস্তুগত অনুভব, উপলব্ধি ও মনস্তাত্ত্বিক কিছু পর্যবেক্ষণের নির্যাস মাত্র। যেহেতু ব্যক্তিভেদে নিজস্ব জ্ঞান, চিন্তার কাঠামো ও উপলব্ধি ভিন্ন, তাই এ বইয়ে বর্তমান লেখকসৃষ্ট উৎবচনগুলোর বক্তব্য ও ভাবনার সাথে পাঠকের নিজস্ব চিন্তাসূত্রের অভিন্ন মিল খোঁজা অমূলক হবে। কিংবা প্রচলিত ধারণার উপর তা আরোপ করাও হবে অসংগত। বরং কৌতুহলি পাঠকমনে নতুন কোন চিন্তা ও প্রশ্ন জাগানোই বইটির উদ্দেশ্য।’

এক্ষেত্রে সতর্কবাণী একটাই- বই কিনে কেউ দেউলিয়া না-হলেও ‘উৎবচন’ কিনে দেউলিয়া হবার সম্ভাবনা প্রচুর ! হা হা হা !!

ব্লগরব্লগর শেষ হবার আগে, বইটি সম্পর্কে যে তথ্যগুলো সংক্ষেপে টুকে দেয়া উচিৎ বলে মনে হলো-
.
 .
বইয়ের নাম : উৎবচন
লেখক : রণদীপম বসু
বইয়ের ধরন : মুক্তচিন্তাপ্রসূত বচন-সংকলন
প্রকাশক : শুদ্ধস্বর
প্রচ্ছদ : তৌহিন হাসান
পৃষ্ঠা সংখ্যা : ৬২ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য : ১০০/= টাকা।

[somewhere in blog]
... 

No comments: