.
| চতুষ্পদী কষ্টগুলো… |০৬-১০|
-রণদীপম বসু
…
দেরাজে চাবির গোছা-
সব ক’টা তালা ছিলো হাতেরই নাগাল;
ভুল চাবি মেপে মেপে-
সোনার সিন্দুকে কন্যা করেছো নাকাল !
…
(চলবে…)
…
[০১-০৫] [*] [১১-১৫]
…
[ sachalayatan ]
...
| চতুষ্পদী কষ্টগুলো… |০৬-১০|
-রণদীপম বসু
…
(০৬)
আজ তুমি ওড়না পরোনি বলে
মেঘগুলো কেটে গেছে; তাই আজ
ধরেছি ডানার সাহস, ঝাঁপ দেবো কই !
সামনে তো ডাকছে ওই যুগল আকাশ !
আজ তুমি ওড়না পরোনি বলে
মেঘগুলো কেটে গেছে; তাই আজ
ধরেছি ডানার সাহস, ঝাঁপ দেবো কই !
সামনে তো ডাকছে ওই যুগল আকাশ !
(০৭)
মেয়েটি দেখতে ঠিক তোমারই মতো,
চলনে বলনেই নয়, হাসি আর কান্নাও তা-ই !
আশ্চর্য দ্বৈরথে এবার আমিও দ্বিধা-ই হবো,
যুগল যুগল হয়ে মিশে রবো দু’জনার সাথেই।
মেয়েটি দেখতে ঠিক তোমারই মতো,
চলনে বলনেই নয়, হাসি আর কান্নাও তা-ই !
আশ্চর্য দ্বৈরথে এবার আমিও দ্বিধা-ই হবো,
যুগল যুগল হয়ে মিশে রবো দু’জনার সাথেই।
.
(০৮)
তোমাকে নিয়ে চিড়িয়াখানায় যাবো না কখনো,
মানুষ ওখানে যায় চিড়িয়ার খোঁজে।
পাশে থাকলে আমি তো তোমাকেই দেখি,
লোকে যদি তোমাকেও চিড়িয়াই বোঝে !
তোমাকে নিয়ে চিড়িয়াখানায় যাবো না কখনো,
মানুষ ওখানে যায় চিড়িয়ার খোঁজে।
পাশে থাকলে আমি তো তোমাকেই দেখি,
লোকে যদি তোমাকেও চিড়িয়াই বোঝে !
.
(০৯)
ভেজা হাতে ডাকি নি তোমায়-
সাঁতার জানো না বলে;
পুকুর শুকিয়ে কাঠ-
তবুও আসো নি তুমি জলের ভয়ে !
ভেজা হাতে ডাকি নি তোমায়-
সাঁতার জানো না বলে;
পুকুর শুকিয়ে কাঠ-
তবুও আসো নি তুমি জলের ভয়ে !
.
(১০)দেরাজে চাবির গোছা-
সব ক’টা তালা ছিলো হাতেরই নাগাল;
ভুল চাবি মেপে মেপে-
সোনার সিন্দুকে কন্যা করেছো নাকাল !
…
(চলবে…)
…
[০১-০৫] [*] [১১-১৫]
…
[ sachalayatan ]
...
No comments:
Post a Comment