Wednesday, February 22, 2012

| চতুষ্পদী কষ্টগুলো… |০১-০৫|

| চতুষ্পদী কষ্টগুলো… |০১-০৫|
-রণদীপম বসু

.
(০১)
হঠাৎ দেখেই তুমি বিস্ময়ে ওঠলে বলে-
ওমা! নদীর কি লজ্জা নেই কোনো !
সত্যি কি জানতে না তুমি-
নদীরা এমনই হয় তোমার মতোন !
.


(০২)
ফিরে তাকানো মানে দেখা নয়-
ছেঁড়াখোড়া স্মৃতি রোমন্থন।
যখনই ফিরে তাকাও তুমি, বুঝে যাই-
এবার আসন্ন হলো বিস্মৃতির কাল !
.
(০৩)
যতোটা দূরে গেলে আমাকেই দেখতে তুমি,
সেটুকু না হলো যদি, কেন আর ধরে রাখা ?
আমি তো চাইনি হতে-
তোমার কপোল ছুঁয়ে চশমার কাচ !
.
(০৪)
অহেতুক চমকে ওঠে
অতঃপর আমাকেই হেতু করো তুমি;
অথচ বুঝলেও না তা-
অর্থ নয়, অর্থহীনতাই সৌন্দর্য তোমার !
.
(০৫)
যখন জানলে প্রথম- বৃক্ষেও আগুন থাকে,
পুড়ে যাবে ভেবে আমাকে ছোঁওনি তুমি !
আমিও জেনেছি পুড়ে- আগুনে আগুন পুড়ে,
এটুকু জানলে না শুধু- সে কোন্ আগুনে তুমি অন্যকে পোড়াও !
.

(চলবে…)

[*] [০৬-১০]
[Picture: From Internet 'xbeats']

No comments: