| চতুষ্পদী কষ্টগুলো… |৩১-৩৫|
-রণদীপম বসু
…
(৩১)
তুমুল বৃষ্টিতে কেন যে বেরোলে তুমি-
জানো না কি, লজ্জারাও ধুয়ে যায় বৃষ্টির জলে !
অমন জলল ভাস্কর্য দেখে জানবে সবাই-
আমার বুকের নদী সে-কোন্ সঙ্গমে ছুটে কষ্টের ছলে !
.
(৩২)
তোমার লজ্জার কাছে নতজানু বলে
কতো কী যে আখ্যা দেয় লোকে !
হয়তো জানে না এরা, একবার চাইলে কেবল-
তোমাকে জড়িয়ে ধরে নির্দ্বিধায় ঝাঁপ দেবো চিত্রার জলে !
.
(৩৩)
ওই ঘাটে কী হবে শান বাঁধিয়ে আর-
তোমার পায়ের ছাপ না-ই যদি পড়ে !
জলকেলিহারা জলে মাছেরা নিঃস্ব হলে-
তুমিহীন কে আর নামবে বলো পদ্মদীঘি জলে !
.
(৩৪)
সবগুলো মুদ্রা একত্রে মুখর হলে তোমার কথারা নাচে
সবগুলো স্বর মেললে পেখম তোমার কথারা হাসে;
সবগুলো রঙ একত্রে রঙিন হলে তোমার কথারা গায়,
শুধু একসাথে সবগুলো তোমাতে উচ্ছল হলে আশ্চর্য নৈঃশব্দে হারাই !
.
(৩৫)
মোহন আঁধারে এসো- জলকেলিরত হবো তুমি আর আমি
আর জ্যোৎস্না চন্দনে গুলে স্বপ্ন-মিথুন হবো;
তুমি ছুঁবে জল, তোমাকে আমি-
জলে জলে ছুঁয়ে যাবো জলল হৃদয় !
…
(চলবে…)
…
[২৬-৩০] [*] [৩৬-৪০]
…
No comments:
Post a Comment