Tuesday, March 6, 2012

| উৎবচন… |৩১১-৩২০|

| উৎবচন… |৩১১-৩২০|
রণদীপম বসু

(৩১১)
লক্ষ্য নিয়ে অনেককিছুই হওয়া যায়, নাস্তিক হওয়া যায় না;
এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
.
(৩১২)
অপ্রমাণিত বিষয়কে স্থির সত্য হিসেবে সন্দেহাতীত মতৈক্যে পৌঁছানো মানে-
চিন্তায় ও মানসিকতায় নিজেকে ভারসাম্যহীন প্রমাণ করা।
.
(৩১৩)
যারা কিছু করে তারা মরে না,
মরে যায় তারাই যারা কিছু করে না।
.


(৩১৪)
জিহ্বাই মানুষের প্রকৃত পোশাক;
মুহূর্তের অসতর্কতায় যা নগ্ন হয়ে যায়।
.
(৩১৫)
পশুদের জন্য সৃষ্ট যে চমৎকার প্রাকৃতিক নিয়ম তা-ই পশুবৃত্তি,
যেখানে কোন বিশৃঙ্খলা নেই;
মানুষ যখনই এ প্রাকৃতিক নিয়ম ভেঙে অনাবশ্যক পশুবৃত্তিতে নামে
তখনই দেখা দেয় বিশৃঙ্খলা।
.
(৩১৬)
দারিদ্র্য আত্মসম্মানকে অরক্ষিত করে, কার্পণ্য তাকে খেলো করে;
আর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এই বোধটাকেই হত্যা করে।
.
(৩১৭)
মানুষের নির্দোষ ও অন্যতম মৌলিক প্রবৃত্তিটি হলো স্বার্থ;
তার সাথে লোভ যুক্ত হলেই মানুষ নীতিভ্রষ্ট হয়।
.
(৩১৮)
সড়কের আইন ফুটপাথের জন্যেও সমভাবে প্রযোজ্য;
অথচ এদেশে নাগরিকরা ফুটপাথকে আইন না-মানার জায়গা বানিয়ে রাখে।
.
(৩১৯)
বহু অভিশাপ ব্যর্থ হয়েছে বলে, বুঝে যাই-
আশির্বাদও মূল্যহীন।
.
(৩২০)
‘যদি’ দিয়ে সবকিছুই পাল্টে ফেলা যায়,
শুধু নিজেকে পাল্টানো যায় না।

[৩০১-৩১০][*][৩২১-৩৩০]

No comments: