Saturday, July 20, 2013

| চতুষ্পদী কষ্টগুলো… |৬৬-৭০|

.
| চতুষ্পদী কষ্টগুলো… |৬৬-৭০|
-রণদীপম বসু


(৬৬)
যখনি ডেকেছো কাছে,
বুকের ভেতরে খুব ছলকে ওঠা প্রাণ
যাবো কি যাবো না করেই ঝরালো প্রহর,
অসময়ে কুলে খুঁজি অকুল সাম্পান !


(৬৭)
জীবনের ফর্দ টানি পুরনো অভ্যাসে আজো,
একটানে কেটে দেয়া তোমার নামের পাশে এখনো আমার নাম !
কী আশ্চর্য দ্যাখো, জীবনের টুলবক্সে কলম-পেন্সিলই থাকে,
ইরেজার নেই !


(৬৮)
যতোটা কাছে গেলে যৌনতা হয়
তার থেকে এক কদম আগে দাঁড়িয়ে থাকে প্রেম;
কী আশ্চর্য অভব্য দৃষ্টি আমার-
প্রেম নয়, চৌদিকে কেবলই যৌনতাই দেখি !

(৬৯)
ভুল মানুষের ছোঁয়া পেতে ডেকেছিলাম ভুল জীবনে !
ভুল করে কেউ যায় কি ফিরে ?
ভুল কখনো ভুল করে না
ভুলে ভুলেই কাটুক নাহয় ভুল সময়ের মাশুল গুনে !


(৭০)
মেলার অঙ্গনে এসে আনমনে হেঁটে হেঁটে কী খুঁজো এমন ?
অতোশতো আয়োজনে নাইবা খুঁজলে আমায়
তবু এসেছো বলেই তুমি মেলা তাই মেলা হয়,
আশ্চর্য ভীড়ের ভাঁজে অদেখা তোমার খোঁজে কেঁদে ওঠে অন্তহীন কষ্টের ক্ষরণ !

(চলবে…)

[৬১-৬৫] [*] [৭১-৭৫]

No comments: