Saturday, June 22, 2013

| চতুষ্পদী কষ্টগুলো… |৬১-৬৫|

.
| চতুষ্পদী কষ্টগুলো… |৬১-৬৫|
-রণদীপম বসু


(৬১)
একতারা সেতার নয়,
বন্দিশ চেয়ো না মেয়ে, দিতে পারি টংকার কিছু।
কে চায় বিনিময় বলো,
দিয়েছো কেটেই যদি সুর তাল লয় !
.
(৬২)
ঝিনুক কুড়ানি মেয়ে
বেঁধে নাও ভালো করে বিস্রস্ত আঁচল,
তোমার ঝিনুক-বুক কীভাবে এড়াবে চোখ !
বুঝো না অপেক্ষায় কারা ? মুক্তো খোঁজার দল।
.


(৬৩)
তোমার স্বপ্ন-বলয় ছেড়ে বেরোতে পারি না বলে
যন্ত্রণায় কঁকিয়ে ওঠি, যদি এসে সামনে দাঁড়াও।
আবদ্ধ মাছের মতো এ কেমোন নিয়তি বলো- অলঙ্ঘ্য ফাঁপড়,
স্বপ্নও যায় না দেখা ডুবে থাকা স্বপ্নের ভেতর !
.
(৬৪)
আমাকে প্রলাপ ভেবে এতো যে এড়াতে চাও,
তখন বুঝোনি কেন-
ঈর্ষায় পুড়িয়ে সব এতোটা মহার্ঘ হলে
যত্রতত্র করতে নেই অপরূপ রূপ উন্মোচন !
.
(৬৫)
আশ্চর্য দেয়াল করে যতোই আড়াল হও
বাউরি বাতাস জানে কাতরের আর্ত-হাহাকার।
ভাগ্যিস জানালার পর্দাটাও এতোটা হিংসুটে নয়,
জেনে গেছি ওইপাড়ে মোহন সে ঘাতক আমার !

(চলবে…)

[৫৬-৬০] [*] [৬৬-৭০]

No comments: