Saturday, July 20, 2013

| চতুষ্পদী কষ্টগুলো…|৭১-৭৫|

.
| চতুষ্পদী কষ্টগুলো…|৭১-৭৫|
-রণদীপম বসু


(৭১)
নখের ক্যানভাসে কতো না আল্পনা আঁকো
অদেখা হৃদয়ে মাখো অদৃশ্য সবুজ !
বর্ণিল মিথ্যায় যা-কিছু আগলে রাখো
জানি তার কিছু ভুল সত্যি মোহন, কিছু কথা সতত অবুঝ !


(৭২)
স্পর্শের আকার দিয়ে যে শরীর গড়ে যায় অন্ধ ভাস্কর,
কী তার রূপের ঘোর ভাস্করই জানে !
তোমার স্পর্শ জানি আমিই কেবল,
কী করে জানবে কেউ শেকড় হারিয়ে ফিরি কিসের টানে !



(৭৩)
কতোটা এগিয়ে গেলে ভুলতে হয় পিছুডাকা পিতৃ-পরিচয় !
এ কেমোন পথ হলো- নিজে নিজে গড়ে দেয় অযুত ব্যবধান-
ভুলে গেছো জন্মস্বর, আজন্ম বিশ্বাসে মাখা নাভিলগ্ন ভূমির চিৎকার !
ওখানে আামি তো কিছুই নই ! অর্ধনগ্ন স্বপ্নপাতে হারায় শীৎকার !

(৭৪)
তোমাকে লাজুক ভেবে লজ্জায় লুকালো মুখ পূবাল বাতাস,
বৃষ্টিও কেমোন যেন- এতোটা হ্যাংলা হয় !
পাতারা সবুজ ঠোঁটে শুষে নেয় তোমার ওই শুভ্রদেহ-ঘ্রাণ,
ওসব কী হবে ভেবে- হয়েছে নিঃস্ব যখন উদাস এ প্রাণ !


(৭৫)
কী দরকার ছিলো শুধু শুধু নিজেকে ঢাকার !
তুমি যে তুমিই ছিলে রইলো কি সে ভিন্নতা কোনো ?
ধবল জ্যোৎস্নার ভিড়ে হারিয়েছো রঙধনু রং
রয়ে গেলো তোমারই তা, অর্থহীন, যা ছিলো একান্ত তোমার !

ছবি: তারেক অণু

(চলবে…)

[৬৬-৭০] [*] [৭৬-৮০]

No comments: