Friday, August 2, 2013

| উৎবচন…|৪০১-৪১০|

.
| উৎবচন…|৪০১-৪১০|
রণদীপম বসু


(৪০১)
প্রেম হলো এক শেকড়হীন প্রপঞ্চের নাম
যা অন্যকে আশ্রয় করেই অস্তিত্ববান হয় !


(৪০২)
কথা আর প্রলাপে পার্থক্য সামান্যই;
প্রলাপ ভাবনাপ্রসূত নয় বা এতে চিন্তার কোনো ধারাবাহিকতা থাকে না,
যা কথায় থাকতে হয়।


(৪০৩)
বর্জন বা এড়িয়ে যাবার ক্ষমতা না-থাকলে
গ্রহণক্ষমতাই দুষিত হয়ে পড়ে।

(৪০৪)
অনিবার্যকে মানতে না-জানলে থেমে যেতে হয়;
থেমে যাওয়ার নাম জীবন নয়, অন্যকিছু !

(৪০৫)
মানুষ যা বলে সেটা আসলে সুনির্দিষ্টভাবে ব্যক্তির নিজের কথা নয়,
যে ভাবনা-জগতের উত্তরাধিকার সে বহন করে তারই প্রতি-উচ্চারণ কেবল !

(৪০৬)
কষ্টেরা রঙিনই হয়, জীবনের মতো;
আর সুখের রঙ সাদা, ধবধবে বৈচিত্র্যহীন !
কেবল মৃত্যুই হয় কালো, গভীর থেকে গভীরতর এক অনির্দেশ্য অন্ধকার !

(৪০৭)
মানুষ ঘুমোতে যায় একটি দিনের সমাপ্তি টানতে নয়,
নতুন একটি দিনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে।

(৪০৮)
বার্ধক্যের সৌন্দর্য তাঁর প্রজ্ঞায়, শিশুর সৌন্দর্য তার সারল্যে;
যৌবনের সৌন্দর্য চেতনায়।

(৪০৯)
কেউ যদি নিজেকে বেজন্মা ভাবতে শুরু করে,
কথিত পিতা-মাতা সন্তানের নিয়ন্ত্রণ হারায় !

(৪১০)
বিস্তর ঘুমের মাঝে একটুকু জেগে থাকাই জীবন;
অথচ মানুষ ঘুমাতেই ভালোবাসে !

[৩৯১-৪০০] [*] [৪১১-৪২০]

No comments: