‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।’ -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
Wednesday, May 14, 2008
# যে ডায়েরীটা লেখা হবে না আর...(১২)
যে ডায়েরীটা লেখা হবে না আর...(১২)
তারিখ: নেই (অনুমান এপ্রিল,১৯৯৩)
‘উসসে ঘবরাকে জো কুছ কহনে পে আজ আতা হূঁ ,
দিলকী ফির দিলমেঁ লিয়ে চুপকা চলা জাতা হূঁ।’
(বড় ব্যাকুল হয়ে তার কাছে যাই কিছু বলবার জন্য, কিন্তু মনের কথা মনে নিয়েই চুপি চুপি ফিরে আসি।) --- মীর তকী মীর।
রূপা, এখানেই কবিরা অনেক বড়। মনের কথা কী স্বচ্ছন্দে বলে যেতে পারেন ! আমাদের বিমূর্ত অনুভব যেখানে মূর্ত হতে অক্ষম, মহৎ কবির লেখনি সেখানে নতজানু ভাষাকেও ঋজুতায় দীপ্ত করে তোলে। অথচ স্রষ্টা হয়েও প্রেমিক কবি সৃষ্টির কাছে কেমোন নতজানু দ্যাখো-
‘নাহক্ হম মজবূরোঁ পর য়হ্ তূহ্ মত্ হ্যয় মুখতারী কী ,
চাহতে হ্যঁয় সো আপ করে হ্যঁয় হমকো অবস বদনাম কিয়া।’
(বলছো আমার ইচ্ছা স্বাধীন, কিন্তু তুমি যা চাও তাই আমাকে দিয়ে করাও ; অথচ মিছিমিছি দোষী কর আমাকেই।)
প্রণমী হে কবি, প্রণমী তোমারে !
চলবে...
আগের পর্ব (১১):
পরের পর্ব (১৩):
R_d_B
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment