Monday, April 23, 2012

| উৎবচন…| ৩২১-৩৩০ |

.
| উৎবচন…| ৩২১-৩৩০ |
রণদীপম বসু

(৩২১)
মানুষ জীবন থেকে শেষমেষ মৃত্যুটুকুই নেয়,
আর কিছুই নিতে পারে না।
.
(৩২২)
স্বপ্ন অধরাই থাকতে হয়;
নইলে তা চাওয়ার মহত্ব ও মাহাত্ম্য উভয়ই খর্ব হয়।
.
(৩২৩)
নাটক থেকে আমরা যে শিক্ষাটা নেই না, তা হলো-
জীবনের মঞ্চে যত্রতত্র নাটক করতে নেই।
.


(৩২৪)
জীবনে এমন মুহূর্ত একসময় না একসময় এসেই যায়, যখন
জন্মদিনটিকেও সন্ত্রাসীর মতো মনে হয়।
.
(৩২৫)
কৌতুহল সহজাত বলে নাস্তিক্যবোধ হচ্ছে মানুষের মৌলিক স্বভাব;
ধর্মবাদীরা চতুর মূর্খতা দিয়ে যা ঢেকে রাখতে চায়।
.
(৩২৬)
যাপনের কষ্টেই মানুষ সৃজনশীল হয়;
প্রশ্নের সামর্থ নেই বলে উজবুকেরা সৃজনশীল হতে পারে না।
.
(৩২৭)
বাংলাভাষার অন্যতম জঘন্য ও আপত্তিকর শব্দটার নাম হচ্ছে ‘সংখ্যালঘু’;
যা উচ্চারণের সাথে সাথে একজন বাঙালি সন্তান
মানবতার অবমাননাকারী সাম্প্রদায়িক সত্তায় পরিণত হয়।
.
(৩২৮)
জ্ঞানের পরিমাণ আর জ্ঞান-স্তর এক জিনিস নয়;
এবং প্রজ্ঞা বা জ্ঞানের উৎকর্ষ জ্ঞানের পরিমাণের উপর নির্ভর করে না।
তাই ‘জ্ঞানী’ শব্দটি বস্তুতই একটি অস্পষ্ট ও বিভ্রমযুক্ত শব্দ, যা আসলেই অর্থহীন !
.
(৩২৯)
‘মূর্খতা’ খুবই তাৎপর্যপূর্ণ ও বহুমাত্রিক একটি শব্দ-কল্প, যা
ব্যক্তি-মাত্রই কোন না কোনভাবে ধারণ করে থাকে।
.
(৩৩০)
‘নারী’ হচ্ছে সম্পূর্ণই পুরুষ-সৃষ্ট এক সাংস্কৃতিক সত্তা,
যার মধ্যে লুকিয়ে আছে পুরুষতন্ত্রের ভয়. লোভ, শঠতা, আর
ভোগবাদী প্রতারণার আগ্রাসী চিহ্ন।

No comments: