Thursday, July 12, 2012

| চতুষ্পদী কষ্টগুলো…|৫১-৫৫|

 .
| চতুষ্পদী কষ্টগুলো…|৫১-৫৫|
-রণদীপম বসু

(৫১)
বর্ষার বৃষ্টি ঝরবেই অঝোর, তাতে আমার কী !
কাউকে তো বলিনি আমি বুকের গভীরে ডুবে কাঁদতে এমন।
তবুও শুধু শুধু কাঁদে যদি বৃষ্টি ও সে,
কেউ কি শিখিয়েছে আমায়, কী করে নেবো শুষে কষ্টনীল জল !
.


(৫২)
এখনো বৃষ্টি হলেই সবকিছু ফেলে রেখে মেয়ে
অধীর অপেক্ষায় থাকি- কখন ভিজবে তুমি !
বৃষ্টির ক্যানভাসে ভেজা একান্ত তোমাকে দেখে যতোবার পুনর্জন্ম হয়,
কেবলই দেখে যাই জলজ মুদ্রায় মুদ্রায় তোমার অনন্ত ভেজা।
.
(৫৩)
বৃষ্টি কি জমজ তোমার !
মেঘলা ও-হাত দুটি যখনি মেলে দাও আকাশের দিকে
চারদিকে পড়ে যায় সাড়া !
বৃষ্টি না তুমি, জলের বিভ্রমে খুঁজি- কাকে কে ভেজায় এমন !
.
(৫৪)
রাতভর বৃষ্টিতে ভিজেছিলো যারা, জানি সে তুমি নও ;
অথচ বৃষ্টির শব্দেই ভিজে ভিজে সারা হলে তুমি !
আষাঢ়ি পূর্ণিমার রাতে জ্যোৎস্নারা ডাকবে যেদিন তোমাকেও সাথে,
জেনে রেখো সেদিন আমিও বৃষ্টিই হবো।
.
(৫৫) 
তোমার ধারালো দাঁতের মতোই পেছনে তীক্ষ্ণ ছোঁয়া,
চমকে তাকিয়ে দেখি ধেয়ে আসা বৃষ্টির নিপুণ উচ্ছ্বাস !
এমন বর্ষণে তোমার উচ্ছল বৃষ্টিকেলি তবে- শুধু কি বৃষ্টিরই মোহ,
না কি বৃষ্টিরা অসভ্য বলে ?

(চলবে…)

[৪৬-৫০] [*] [৫৬-৬০]

No comments: