.
| চতুষ্পদী কষ্টগুলো… |৪৬-৫০|
-রণদীপম বসু
…
তোমার ওই বিদ্যাপিঠে শিখলে তো সবই, শুধু
কিভাবে বাসতে হয় ভালো সেটুকু ছাড়া।
জানলে না ভালোবাসা-
ঘৃণার অর্ঘ্য দিয়েই সাজাবে জীবন !
.
(৪৮)
অমন হ্যাংলার মতো তোমাকে দেখছে সে কে !
বলে দাও ওকে-
প্রথম দৃষ্টিতে ছেনে যেটুকু সুন্দর সব নিয়ে গেছি আমি,
এখন যা দেখছে সে ওগুলো উচ্ছিষ্ট তোমার !
.
(৪৯)
সানগ্লাসে চোখ ঢেকে সূর্য কি আড়াল হয় !
নিজেকে লুকোতে গিয়ে প্রকাশ্যই হলে-
চোখের জটিল ধাঁ-ধাঁয় চেনা পথ হারিয়েছে যারা
দেহের গোপন ভাঁজে তারাই খুঁজবে এবার পথের নিশান।
.
(৫০)
দ্বৈরথে নামালে যখন, জেনে রেখো-
হৃদয়ই প্রেমিকের সব, হৃদপিণ্ড থাকে না তার;
আগাম মৃত্যুর খাতায় উঠে গেছে নাম যার তোমাকে দেখেই-
আবার মারবে বলো এমন সাধ্য আছে কার !
…
(চলবে…)
…
[৪১-৪৫] [*] [৫১-৫৫]
…
| চতুষ্পদী কষ্টগুলো… |৪৬-৫০|
-রণদীপম বসু
…
(৪৬)
শরীর ঘুমিয়ে ছিলো, বেশ ছিলো,
তৃষ্ণার জল ঢেলে জাগালেই যদি, জানবে না কেন-
আগুন শরীর নয়, শরীরই আগুন !
নিজেকে পোড়াও এবার, নাহয় পুড়বে এই সাজানো সংসার !
(৪৭)শরীর ঘুমিয়ে ছিলো, বেশ ছিলো,
তৃষ্ণার জল ঢেলে জাগালেই যদি, জানবে না কেন-
আগুন শরীর নয়, শরীরই আগুন !
নিজেকে পোড়াও এবার, নাহয় পুড়বে এই সাজানো সংসার !
তোমার ওই বিদ্যাপিঠে শিখলে তো সবই, শুধু
কিভাবে বাসতে হয় ভালো সেটুকু ছাড়া।
জানলে না ভালোবাসা-
ঘৃণার অর্ঘ্য দিয়েই সাজাবে জীবন !
.
(৪৮)
অমন হ্যাংলার মতো তোমাকে দেখছে সে কে !
বলে দাও ওকে-
প্রথম দৃষ্টিতে ছেনে যেটুকু সুন্দর সব নিয়ে গেছি আমি,
এখন যা দেখছে সে ওগুলো উচ্ছিষ্ট তোমার !
.
(৪৯)
সানগ্লাসে চোখ ঢেকে সূর্য কি আড়াল হয় !
নিজেকে লুকোতে গিয়ে প্রকাশ্যই হলে-
চোখের জটিল ধাঁ-ধাঁয় চেনা পথ হারিয়েছে যারা
দেহের গোপন ভাঁজে তারাই খুঁজবে এবার পথের নিশান।
.
(৫০)
দ্বৈরথে নামালে যখন, জেনে রেখো-
হৃদয়ই প্রেমিকের সব, হৃদপিণ্ড থাকে না তার;
আগাম মৃত্যুর খাতায় উঠে গেছে নাম যার তোমাকে দেখেই-
আবার মারবে বলো এমন সাধ্য আছে কার !
…
(চলবে…)
…
[৪১-৪৫] [*] [৫১-৫৫]
…
No comments:
Post a Comment